২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

অস্ফুট বিলাপ

admin
প্রকাশিত ডিসেম্বর ২৩, ২০১৯
অস্ফুট বিলাপ

Sharing is caring!

_____অস্ফুট বিলাপ_____

জাহিদুল ইসলাম (জাহিদ)

জ্বলতে জ্বলতে নিঃশেষ হয়ে যাওয়া আমাকে দেখেছি আমি,
কিভাবে অগ্নিগিরি র মতো করে জ্বলেছি জানেন অন্তর্যামী।
অস্ফুট স্বরে কখনও হয়তোবা করেছি বাঁচার আকুতি,
আর খুঁজেছি প্রতিনিয়ত পরিশ্রান্ত কায়ার তরে একটু বারির জলধি।
আমি উদগীরণে ভেঙ্গে ভেঙ্গে উদ্বাস্তু হয়েছি,
উৎপিড়িত যন্ত্রণা গুলোকে আবার ক্রমান্বয়ে দাফন করেছি।
কখনও বা হয়ে গেছি বিচলিত,ছটফটিত,এলোকেশি,
সামলাতে গিয়ে জোড়া লাগিয়েছি ফের ধ্বসে যাওয়া
স্বপ্ন, সাধ গুলির আনুস্বাঙ্গি।
প্রবোধ দিয়েছি অব্যক্ত ফোঁটা ফোঁটা কষ্টের নির্যাসগুলিকে,
উত্তপ্ত প্রতিশোধ ঘিরে ধরতে পারেনি তবু আমার ভেঙ্গে পড়া আমিকে।
চেয়েছি নব সজ্জায় সাজিয়ে রাখতে আমাকে আহত করা তোমাকে।
টুকরো টুকরো করে নিক্ষেপ করা তোমার বিদ্রুপ গুলোকে,
সম্মান করে গিয়েছি বারংবার, যদি বোঝার শক্তি রাখতে,
তবে প্রচন্ড আফসোস করতে নিজে নিজে আজকে।
তবে সত্যি তো এটাই, হার জিতের সংজ্ঞা সবার একরকম হয়না বুঝে নিও সেটা প্রতি মুহূর্তে।