২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ হতে হবে রংপুরের পুলিশ সুপার

admin
প্রকাশিত ডিসেম্বর ২২, ২০১৯

Sharing is caring!

মোঃমনিরুজ্জামান (মনির), রংপুর জেলা প্রতিনিধিঃ

২২ ডিসেম্বর ২০১৯খ্রিঃ পুলিশ লাইন্স সরকারী প্রাথমিক বিদ্যালয়,রংপুর এ মা/অভিভাবক সমাবেশে ১ম/২য় শ্রেণীর বার্ষিক পরীক্ষার ফলাফল ২০১৯ প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন….
#জনাব_বিপ্লব_কুমার_সরকার_বিপিএম (#বার)#পিপিএম_পুলিশ_সুপার_রংপুর।

অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তবে বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষৎ। তাদেরকে মানুষের মতো মানুষ করতে হলে অভিভাবকদের সর্তক থাকতে হবে,শিশুদের মনোবিকাশ ঘটানোর জন্য যাতে শিশুরা লেখা পড়ার পাশা পাশি খেলাধুলা করতে পারে। তিনি আরো বলেন আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে চাই। দেশরত্ন মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার মিশন ভীষন ২০৪১ বাস্তবায়ন করতে হলে আজকের এই শিশুরাই সুশিক্ষায় শিক্ষিত হয়ে আগামীতে নেতৃত্ব দেবে, তার জন্য প্রতিটি অভিভাবকে তার শিশুর প্রতি কঠোর নজরদারী রাখতে হবে। মনে রাখবেন প্রতিটি শিশুর সবচেয়ে বড় শিক্ষালয় তার পরিবার। যাতে শিশুরা অসামাজিক কার্যকলাপ ও মাদকের মতো মরণ নেশায় আসক্ত না হয় সে দিকে খেয়াল রাখতে হবে।