১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রজব, ১৪৪৬ হিজরি

মিরপুরের সাংবাদিক নামধারী কুখ্যাত চাঁদাবাজ “রাজু”র খুঁটির জোর কোথায়

admin
প্রকাশিত ডিসেম্বর ২২, ২০১৯
মিরপুরের সাংবাদিক নামধারী কুখ্যাত চাঁদাবাজ “রাজু”র খুঁটির জোর কোথায়

Sharing is caring!

নিজস্ব প্রতিবেদক: মিরপুরের নামধারী সাংবাদিক পরিচয় দানকারী কে এই রাজু? এই নিয়ে সারা রাজধানী বাসির মধ্যে ঘুরপাক খাচ্ছে। তথ্যনুসন্ধানে বেরিয়ে আসে ওই চাঁদাবাজ রাজুর আসল গোপন রহস্য! ক্যামেরা হাতে রাজধানীর মিরপুরসহ বিভিন্ন এলাকাতে ঘুরে বেড়ায় এই নামধারী সাংবাদিক রাজু। কিছুদিন আগে নিজেকে বিজয় টিভির সাংবাদিক পরিচয় দিয়ে নিউজ করার কথা বলে বিভিন্ন জায়গায় ধান্দা ফিকির করে বেড়ায়। এর পর বিজয় টিভির হাতে ধরা পড়ে এবং উত্তম মাধ্যম খেয়ে এখন নিজেকে একটি অনলাইন পোর্টালের পরিচয় দিয়ে চাঁদাবাজি করে যাচ্ছে বলে জানা যায়। ঢাকা মহানগর উত্তরের মিরপুর ৯৩নং ওয়ার্ডের সভাপতি শেখ আব্দুল মান্নান জানান রাজু আমার নিকট এক লাখ টাকা চাঁদা দাবী করে এবং দাবীকৃত চাঁদা না দিলে সে আমার বিরুদ্ধে নিউজ করবে এই বলে ভয় দেখায়। তখন আমি শাহ্আলী থানায় ভুয়া সাংবাদিক রাজুর বিরুদ্ধে একটি সাধারণ ডায়রী করি। মিরপুরের গার্মেটস ব্যবসায়ী মাসুদ জানাই রাজু আমার নিকট এক লাখ টাকা চাঁদাদাবী করে, চাঁদা না দিলে সে আমার বিরুদ্ধে নিউজ করবে বলে হুমকী প্রদান করেন। নিউজ বন্ধ করতে তাকে এক লাখ টাকা চাঁদা দিতে হবে। দারুস্ সালাম থানা সেচ্ছাসেবক লীগের আহবায়ক ইসলাম জানান নামধারী সাংবাদিক রাজু আমার নিকট দুই লাখ টাকা চাঁদাদাবী করে, দাবীকৃত চাঁদা না দিলে সে আমার বিরুদ্ধে মিথ্যা নিউজ করবে বলে আমাকে হুমকী প্রদান করে। লালকুঠি এলাকার এনামুল হক খোকন জানায় ভুয়া সাংবাদিক রাজু আমার নিকট এক লাখ চাঁদা দাবী করে, ওই টাকা না দিলে আমার বিরুদ্ধে নিউজ করবে বলে জানাই। মিরপুর শাহ্আলী মাজারের এক অসহায় মহিলার বিরুদ্ধে মাদক বানিজ্যর নিউজ করার ভয় দেখিয়ে ২০ হাজার টাকা হাতিয়ে নেয়। সুত্রে আরও জানা যায় সম্প্রতি কিছু দিন আগে গোয়ালন্দ থানা পুলিশ ঢাকা মিরপুর শাহআলী মাজার এলাকাতে নামধারী ভুয়া সাংবাদিক রাজুকে একটি হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে তুলে নিয়ে যায়। তথ্যনুসন্ধানে আরো জানা যায় মিরপুরের নামধারী সাংবাদিক রাজুর বিরুদ্ধে কুষ্টিয়া থানায় রয়েছে একটি হত্যা মামলা, রাজবাড়ী থানায় দুইটি মাদক মামলা ও ঢাকা নিউমার্কেট থানায় রয়েছে একটি মাদক মামলা। এছাড়া মিরপুর এলাকাতে গত ১৮ ডিসেম্বর এক মেয়েকে উত্ত্যক্ত করার অপরাধে গণধোলায়ের শিকার হয়।