সুবর্ণা মুস্তাফা - ছবি সংগৃহীত।
বিনোদন ডেস্ক : আরও একটি নতুন পরিচয় যোগ হলো বরেণ্য অভিনেত্রী সুবর্ণা মুস্তাফার ক্যারিয়ারে। আসন্ন মুজিববর্ষ উপলক্ষে সংসদ টিভির অনুষ্ঠান যাতে তরুণদের আকৃষ্ট করতে পারে, সে লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। আর এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। সম্প্রতি সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে সংসদ বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠানের মানোন্নয়ন বিষয়ে গঠিত সাব-কমিটির চতুর্থ বৈঠক। সুবর্ণা মুস্তাফার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য ৬ জন এমপি, সুবর্ণার স্বামী নাট্যনির্মাতা সৌদ ও অভিনয় জগতের অনেকে। ওই বৈঠকে কার্যপত্রে উলেস্নখ করা হয়, কমিটির সভাপতি সুবর্ণা মুস্তাফা 'মুজিববর্ষ' উদযাপন উপলক্ষে মানসম্মত অনুষ্ঠান নির্মাণ ও সম্প্রচারের বিষয়ে গুরুত্বারোপ করেন। তিনি মুজিববর্ষের অনুষ্ঠান এমনভাবে নির্মাণ করতে বলেন, যেন তরুণ সমাজ এতে আকৃষ্ট হয়। অনুষ্ঠানের সংখ্যার থেকে গুণগত মানের দিকে যত্ন নেওয়ার কথাও বলেন তিনি। বৈঠকে সংসদ সদস্য অপরাজিতা হক বলেন, 'মুজিববর্ষের অনুষ্ঠান যেন গতানুগতিক ধারার না হয় এবং অন্যান্য চ্যানেলের সঙ্গে কোনো মিল না থাকে।' অনুষ্ঠানের মান বাড়ানোর জন্য রিসার্চ করার কথা উলেস্নখ করে সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল বলেন, 'প্রয়োজনে বঙ্গবন্ধুকে নিয়ে গবেষণা প্রতিষ্ঠান সিআরআইকে সম্পৃক্ত করা যেতে পারে। আরেক সংসদ সদস্য আজাদ আবুল কালাম বলেন, 'তাড়াহুড়া না করে প্রয়োজনীয় রিসার্চ করে অনুষ্ঠান নির্মাণ করতে হবে। যেহেতু এগুলো সংসদ এর অনুষ্ঠান, তাই সংসদকে ফোকাস করে অনুষ্ঠান নির্মাণের ব্যাপারে লক্ষ্য রাখতে হবে।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.