২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

কবিতা

admin
প্রকাশিত ডিসেম্বর ১৮, ২০১৯
কবিতা

Sharing is caring!

“শুদ্ধি অভিযান চলবে”
– কবি ডা.মিজান মাওলা-
রচনা কাল-২৬/০৯/১৯ই

অব্যাহত থাকুক সদা শুদ্ধির অভিযান,
পথপদের কর্মকর্তা পাবে রক্ষা হবেন সচেতন।
আইনের ধারা সচল থাক অপরাধ নিপাত যাক,
দূর্নীতি ঘুচে যাক আমজনতা মুক্তি পাক।

সুদ ঘুষ জুয়া আর যতো ব্যভিচার অভিযান চললে হবে নিস্তার,
তলব হোক পদপদে রাহাজানির খুনখারাবি দূর্নীতি আর দূর্ভীচার।

সোনার বাংলায় সোনার মানুষ নীতি হোক সভ্যতার,
উঁচু নিচুর ভাঙ্গো বিবাদ সমাজ হোক মানবতার।
চিহ্নিত হোক সাদা কালো নেশায় পেশায় ব্যবধান,
আইনের ধারা বহাল থাকুক বিধান মতে রাজ্যে রাজা করবে সমাধান।

গণতন্ত্রের অঙ্গীকার স্বাধীন হোক আচার বিচার,
আইন আদালত বাস্তব হোক প্রতি পথপদে জনতার।
ধর্মে কর্মে আসবে শিথিলতা রাষ্ট্রীয় খোশ সমাচার,
স্বাগত জানাই- শুদ্ধি অভিযানকে, জনতার অভিপ্রায়ে গড়েছেন সরকার।