Sharing is caring!
সুমন মল্লিক,বিশেষ প্রতিনিধি- পিরোজপুর :
পিরোজপুরের নাজিরপুরে তিন ভুয়া ডাক্তারকে গ্রেফতার করেছে র্যাব ৮ এর সদস্যরা।
বৃহস্পতিবার সন্ধায় উপজেলার গাওখালী এলাকার নিজ নিজ চেম্বার থেকে তাদেরকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদের প্রত্যেককে ছয় মাস কারাদন্ড দেন পিরোজপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ খায়রূল ইসলাম চৌধুরী।
দন্ডিতরা হলেন জালাল উদ্দিন শেখ এর ছেলে আবুল হাসান, হায়দার আলীর ছেলে মুস্তাকিম বিল্লাহ ও সুবোধ চন্দ্র মজুমদারের ছেলে সুব্রত মজুমদার।
এ ছাড়া মেয়াদ উত্তীর্ন ও অবৈধ ওষুধ পাওয়ায় নিয়াজ মাহবুব ও কৃষ্ঞ কান্ত হালদার নামক দুই ফার্মেসীর মালিককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ খায়রূল ইসলাম চৌধুরী বলেন, দন্ডিতরা নিজেদেরকে ডাক্তার পরিচয় দিয়ে চেম্বার বসিয়ে সাধারন রোগীদের সাথে প্রতারনা করে আসছিল।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ৮ এর সদস্যদের সঙ্গে নিয়ে তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা ডাক্তারী কোন সনদ পত্র ও রেজিস্ট্রেশন দেখাতে না পারায় তাদের এ দন্ড দেয়া হয়।
স্থানীয়রা জানায় এরা ডাক্তারী ছাড়াও বিভিন্ন সাধারন মানুষকে বিভিন্নভাবে হয়রানী করত।
চার মাস আগে ইমাম হোসেন ও সরোয়ার হোসেন নামক দুই সাংবাদিক ভুয়া ডাক্তারের তথ্য সংগ্রহ করতে এলে তাদের নামে একটি মিথ্যা মামলা দায়ের করে দন্ডিত আবুল হাসান।