১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

ভুল বেশি হলে রাজাকারের তালিকা প্রত্যাহার : মুক্তিযুদ্ধ মন্ত্রী

admin
প্রকাশিত ডিসেম্বর ১৭, ২০১৯
ভুল বেশি হলে রাজাকারের তালিকা প্রত্যাহার : মুক্তিযুদ্ধ মন্ত্রী

Sharing is caring!

অভিযোগ প্রতিবেদক : মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে রাজাকারের যে তালিকা পেয়েছি তা আমরা হুবহু প্রকাশ করছি।

 

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, রাজাকারের তালিকায় ভুল ভ্রান্তি বেশি হলে তা প্রত্যাহারা করা হবে। তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় তিনি গভীর দুঃখ প্রকাশ করেন।

 

প্রসঙ্গত, গত ১৫ ডিসেম্বর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নিজস্ব ওয়েবসাইডে ৭১ এর রাজাকারদের তালিকা প্রকাশ করে।