১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রজব, ১৪৪৬ হিজরি

গড়েয়া মিলনপুর প্রিমিয়ার লীগ (এমপিএল) ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

admin
প্রকাশিত ডিসেম্বর ১৭, ২০১৯
গড়েয়া মিলনপুর প্রিমিয়ার লীগ (এমপিএল) ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

Sharing is caring!

এম এ সালাম রুবেল,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

“মাদকে না বলি – মাদক মুক্ত সমাজ গড়ি” এই প্রতিবাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁও সদর উপজেলা গড়েয়া ইউনিয়ন মিলনপুর প্রিমিয়ার লীগ (এমপিএল) ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। প্রায় ১ এক মাস খেলা চলে,তাতে ৬ টি টিম খেলায় অংশগ্রহণ করে থাকে।ফাইনাল খেলে বিহাতী একাদশ ও ডেনা একদশ। ডেনা একাদশা ০ – ৩ বিহাতী একাদশ গোলে বিজয়ী হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮ নং ওয়ার্ড মেম্বার মোঃ বেলাল হোসেন। ফাইনাল খেলার অনুষ্ঠানে সভাপতি ছিলেন মোঃ রাসেল আহমেদ।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,মোঃইয়াছিন আলী মাস্টার, সাংবাদিক এম এ সালাম রুবেল,মোঃরমজান আলী মাস্টার, মোঃ আব্দুর রউফ, শ্রী নিত্যানন্দ রায় নিতাই,মোঃ সোরহাফ উদ্দিন,মোঃবাদল মিয়া,মোঃরতন মিয়া,মোঃমহিদুল ইসলাম ছাত্র নেতা,সহ আরো উপস্থিত ছিলেন স্হানীয় সম্মানিত ব্যক্তিবর্গ।
খেলায় স্পন্সার করে এস,আই কসমেটিক ও এস,আই প্রাইভেট সেন্টার এবং মেসার্স জাহিদ ট্রেডার্স।ধারাভাষ্যকারের ছিলেন মোহাম্মদ আলী আকবর বাবু, রবিউল সহ আরো অনেকে।