রক্তে কেনা স্বাধীনতা
জাহিদুল ইসলাম
লক্ষ প্রাণের দামে কেনা মোদের বাংলা দেশ,
রক্ত নদী বয়ে গেলো জীবন হলো শেষ।
স্বাধীনতা অানতে গিয়ে দিতে হলো দাম,
রক্তে লালে লাল হয়েছে সাগর,নদী, গ্রাম।
স্বাধীনতা অানতে গিয়ে শূন্য হলো কোল,
রক্তঝরা মাটির বুকে কান্না মাখা রোল।
শত শত গ্রাম পুড়লো, পুড়লো মায়ের মন,
সারি করে গুলি করলো কত অাপন জন।
কত নারী যুদ্ধে নামলো সাজলো মুক্তির বীর,
স্বাধীনতা অানতে গিয়ে হয়নি নতশীর।
কত নারী সাহস দিলো গাইলো মুক্তির গান,
কত নারী মান হারালো, হারালো তাঁর প্রাণ।
ক্ষয় হলো বাবার পাঁজর সন্তান হলো লাশ,
বুকের ব্যাথা বুকে জমা বহে বারো মাস।
শূন্য হলো ভিটে বাড়ি শূন্য মায়ের বুক,
সব হারিয়ে তবেই এলো স্বাধীনতার সুখ।
নয়টি মাসে যুদ্ধ করে তাঁদের ভোলার নয়,
রক্তের দামে কিনেছি মোরা স্বাধীনতার জয়।
তিলে তিলে নয়টি মাসে পেলাম সবুজ, লাল,
শহীদ বেদির অনেক মূল্য থাকবে চিরকাল।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.