মুক্তি চাই
জাহিদুল ইসলাম (জাহিদ)
স্বাধীনতার স্বপ্নগুলো অপূর্ণই
রয়ে গেল জননীর কূলে,
ভালোবাসা পাইনি,দেখিনি কাজল চোখে
প্রেমের পংক্তিমালা ব্যথা অনুভবে।
অধরার বুকে পেয়েছি শুধুই ঘৃণা, অবহেলা, বৈষম্য
বিমূর্ত বুক ভাঙা দীর্ঘশ্বাস ;
'স্বাধীনতা'শব্দটি কেবল যন্ত্রণার তীর আর্তনাদ!
'স্বাধীনতা' এখনো সম্মান অর্জন করতে পারেনি
পৃথিবীর পাঠশালায়!
সমস্ত আকাশ জুড়ে শুধুই শোষণ ভেসে যায়
বিলাসবহুল রঙ্গশালায়।
'স্বাধীনতার' ভুল ব্যাখ্যা টানে তবুও শ্রেষ্ঠ অর্জন ;
ঘরে বাইরে কোথায় ও শান্তি নেই আজ কেবল শুনি -
গুলির শব্দ, অস্ত্রের ঝনঝনানি, যুদ্ধ আগ্রাসন!
'স্বাধীনতা' এখনো বন্দী পরাধীনতার শিকলে ;
'স্বাধীনতা' সু - খ্যাতি এখনো পায়নি বিশ্ব মানচিত্রে।
আজো প্রতিদিন খবরের কাগজে পড়ি নারী ধর্ষণ!
এখনো দেখি অপহরণ!
আজো আমরা রয়েছি পরাধীন ;
এখনো মুছে যায়নি কলংঙ্কের দিন।
আজো অঝোর নয়নে কাঁদছে বাংলার আকাশ ;
এখনো কিলবিল করছে রক্তচোষা মুখোশধারী
সন্ত্রাস!
আজো পূর্ণ হয়নি শোষণমুক্তির স্বপ্নসাধ ;
স্বাধীনতার সুখ কেড়ে নিয়েছে গণচক্রের হাত!
'স্বাধীনতা' আজ পেরিয়ে গেল কতযুগ ;
আজো মাথা উঁচু করে বলতে পারিনি পেয়েছি
স্বাধীনতার সুখ!
'স্বাধীনতা' এখনো বন্দী অন্ধ বিবেক মনন শৃঙ্খলে ;
স্বাধীনতার ভয়ার্ত রূপ পেট্রোল বোমাহামলায়
রাজপথ কেঁপে ওঠে!
জাতির বিবেক মুক্তি চায়,
জননীর ক্রন্দন নয়,শুভ্র সিগ্ধ ভালোবাসার টানে
মুক্তবাসনায়।
সহিংসতা দূর হোক ;
বাংলার মাটি,নির্মল গন্ধ পবিত্র জলে শুদ্ধ হোক,
উন্মোচিত হোক সমাজ সচেতনতা ;
জাগ্রত হোক মানতা ।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.