১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রজব, ১৪৪৬ হিজরি

মাদকবিরোধী অভিযানে ইয়াবা, ফেনসিডিল ও গাজা সহ আটক ৩

admin
প্রকাশিত ডিসেম্বর ১৩, ২০১৯
মাদকবিরোধী অভিযানে ইয়াবা, ফেনসিডিল ও গাজা সহ আটক ৩

Sharing is caring!

  • এম এ হাসান, দিনাজপুর জেলা প্রতিনিধি :

দিনাজপুরের কোতোয়ালি থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ইয়াবা ফেনসিডিল ও গাজা সহ ৩ জন মাদক কারবাড়িকে আটক করা হয়েছে। কোতোয়ালি থানা সূত্র জানায়, নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাতে, কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ ও ওসি (তদন্ত) মোঃ বজলুর রশিদ এর তত্ত্বাবধানে থানা পুলিশের একটি বিশেষ টীম শহরের বিভিন্ন স্থানে পৃথক পৃথক অভিযানে তাদেরকে আটক করতে সক্ষম হন। এসময় মাদক কারবারি মোতাহারের কাছ থেকে ১৬৭ পিস ইয়াবা ট্যাবলেট, আশরাফুলের কাছ থেকে ২ বোতল ফেনসিডিল ও আসাদের কাছ থেকে ৪০ গ্রাম গাজা উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, দিনাজপুর জেলার সদর উপজেলাধীন পৌর শহরের কসবা জিরাপাড়া এলাকার মোঃ সাইদুর রহমানের ছেলে মোতাহার হোসেন (৩৮), চাউলিয়া পট্টি এলাকার হারুনুর রশিদের ছেলে মোঃ আশরাফুল ইসলাম (৩০) এবং সুইহারী এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে মোঃ আসাদ (২৯)। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য বিশেষ আইনে পৃথক পৃথক ভাবে মামলা দায়ের পূর্বক শুক্রবার (১৩ ডিসেম্বর) আদালতের মাদ্ধমে জেল হাজতে প্রেরণ করা হবে বলে জাতীয় সাপ্তাহিক অভিযোগ কে নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি (তদন্ত) মোঃ বজলুর রশিদ।