১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রজব, ১৪৪৬ হিজরি

খাদিমপাড়ায় বাসার ছাদে গাঁজার বাগান, র‍্যাবের অভিযান

admin
প্রকাশিত ডিসেম্বর ১১, ২০১৯
খাদিমপাড়ায় বাসার ছাদে গাঁজার বাগান, র‍্যাবের অভিযান

Sharing is caring!

বদরুল ইসলাম, সিলেট থেকে : চলমান মাদক বিরোধী অভিযানে এবার সিলেটের খাদিমপাড়া এলাকার একটি বাড়ির ছাদে নেশা জাতীয় দ্রব্য গাঁজার বাগানের সন্ধান পেয়েছে র‍্যাপিড একশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

 

 

 

সোমবার সন্ধ্যার পরে র‍্যাব-৯ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে খাদিমপাড়া এলাকার সূচনা কমিউনিটি সেন্টারের অদূরে একটি বাড়িতে অভিযান চালিয়ে ওই বাড়ির ছাদ থেকে ৩ টি বড় আকারের গাঁজার গাছ জব্দ করেছে।

 

 

একই সাথে অবৈধভাবে গাঁজার চারা রোপণের অপরাধে আবুল কালাম (৪০) নামে একজনকে আটক করেছে র‍্যাব-৯।

 

 

র‍্যাব জানায়- আটক আবুল কালামকে গাঁজার চারাগুলো কোথা থেকে কিভাবে এনে রোপণ করা হলো এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের পর তার বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।