আব্দুল করিম,চট্রগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান :-
চট্রগ্রাম নগরীর চকবাজার থেকে দুই ছিনতাইকারীকে অস্ত্রসহ আটক করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার (১০ ডিসেম্বর) বিকাল ৪টায় গণি বেকারি মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- মো. সাগর (১৯) ও মো. আব্দুর শুক্কুর (৩৬)। এ সময় তাদের কাছ থেকে একটি এলজি, দুই রাউন্ড কার্তুজ, একটি ছোরা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, বিকালে চকবাজার থানাধীন গনি বেকারি মোড় এলাকা থেকে নগর গোয়েন্দা পুলিশ (উত্তর) বিভাগ দুই ছিনতাইকারীকে আটক করে। আটককৃতরা হলেন, কুমিল্লার নাঙ্গলকোর্ট থানার ঘোরা ময়দান এলাকার মো. বাবুল হোসেনের ছেলে মো. সাগর ও কুমিল্লা মুরাদনগর থানার নেয়ামতপুর এলাকার মরহুম মিয়ার ছেলে মো. আব্দুর শুক্কুর। এ সময় তাদের কাছ থেকে একটি এলজি, দুই রাউন্ড কার্তুজ, একটি ছোরা উদ্ধার করা হয়। এছাড়া ছিনতাইকাজে ব্যবহৃত একটি সিএনজিও জব্দ করা হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ। প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯ ইমেইল: abhijug@gmail.com
Copyright © 2025 Weekly Abhijug. All rights reserved.