সিলেট অফিস : সিলেট নগরীর বন্দরবাজার লালদিঘীরপাড়স্থ হোটেল সুপার (আবাসিক)-এ আকস্মিক অভিযান চালিয়েছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। বুধবার (১২ জুন) রাত সাড়ে ৮টার দিকে এ অভিযান চালানো হয়।
এসময় অসামাজিক কার্যকলাপে জড়িত অবস্থায় ৭ নারীসহ মোট ১০জনকে আটক করা হয়।
আটককৃতরা হলো- কুড়িগ্রাম জেলার বাজার হাট থানার মৃত করি মিয়ার মেয়ে পিংকি (২৫), গাজীপুর জেলার শ্রীপুর থানার কাননবাজারের মান্নান মিয়ার মেয়ে পান্না (২৬), ময়মনসিহং জেলার মুক্তগাছা থানার মধ্যপাড়ার ইব্রাহিম মিয়ার মেয়ে কবিতা (২৮), চট্টগ্রাম জেলার পাচলাইশ থানার বরদারহাট গ্রামের বৃষ্টি (২৫), গাজীপুর জেলার সদর থানার চান্দুরা গ্রামের মো. মোতালেব মিয়ার মেয়ে রিমি আক্তার (২২), যশোর জেলার শার্শা থানার কালিয়ানি গ্রামের মুজিবুর রহমানের রাবেয়া (২৫), নারায়নগঞ্জ জেলার সিদ্দিরগঞ্জ থানার ওয়াবদা কলোনীর সিরাজ মিয়ার মেয়ে খাদিজা (২০), সিলেটের বিয়ানীবাজার থানার বোনা শালেশ্বর গ্রামের সাতর আলীর আব্দুল কুদ্দুস (৪২), সিলেটের গোলাপগঞ্জ থানার সালপাড় গ্রামের আব্দুল বাছিত (৩৫) ও সিলেট নগরীর সোবহানীঘাট এলাকার রুপচানের ছেলে মো. সুলতান আহমদ (৪০)।
আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.