১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রজব, ১৪৪৬ হিজরি

পটুয়াখালী  বাউফলে নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জালসহ আটক ১

admin
প্রকাশিত ডিসেম্বর ৯, ২০১৯
পটুয়াখালী  বাউফলে নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জালসহ আটক ১

Sharing is caring!

রাজিব হোসেন সুজন, বরিশাল ব্যুরো প্রধানঃ র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এর একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে অদ্য ৯ ডিসেম্বর বিকাল ৫.০০ টার দিকে পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কালাইয়া বাজারে অভিযান পরিচালনা করে  ৫০০ কেজি নিষিদ্ধ পলিথিন ও ১৫০ কেজি নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।
পলিথিন ও কারেন্ট জাল ব্যবসায়ের সাথে জড়িত  মোঃ আঃ শাকুর(৩৭), পিতাঃ মৃত আঃ লতিফ মাস্টার, সাং পূর্ব আউলিয়াপুর থানাঃ দশমিনা, জেলাঃ পটুয়াখালীকে আটক করা হয়।
এ সময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি), বাউফল জনাব মোঃ আনিসুর রহমান বালী (আটক) ব্যবসায়ীকে নিষিদ্ধ পলিথিন মজুদ রাখার অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ১৫ ধারা মোতাবেক ০১(এক) মাসের বিনাশ্রম কারাদন্ড ও নিষিদ্ধ কারেন্ট জাল মজুদ রাখার অপরাধে বাংলাদেশ  মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ এর ৪(ক) ধারা মোতাবেক ৫০০০/- টাকা অর্থদন্ড ধার্য় করা হয়। আটককৃত পলিথিন ও  কারেন্ট জাল সমুহ পুড়িয়ে ধ্বংস করা হয়।