অভিযোগ ডেস্ক : সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের সংখ্যা বাড়ছে। ঝিনাইদহের আইন-শৃঙ্খলা বাহিনীর হিসাবে, নভেম্বর থেকে এখন পর্যন্ত প্রায় ৩০০ জন আটক হয়েছেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন একটি বেসরকারি টেলিভিশনকে জানান, ভারতে বাংলাদেশের অনুপ্রবেশকারী থাকলে যাচাই-বাছাই করে ফেরত নেয়া হবে। দিল্লি সফরে দ্বিপাক্ষিক বৈঠকে এ প্রস্তাব তুলে ধরবে ঢাকা।
সম্প্রতি ভারতের আসাম রাজ্যে জাতীয় নাগরিক নিবন্ধন তালিকা থেকে বাদ পড়েছেন ১৯ লাখেরও বেশি মানুষ। সারাদেশেই এনআরসি চূড়ান্ত হবে- ক্ষমতাসীন দল বিজেপি নেতাদের এমন বক্তব্যে ভারতজুড়ে আতঙ্ক।
এই অবস্থায় হঠাৎ দেশের উত্তর পশ্চিম ও দক্ষিণ পশ্চিম সীমান্তে অবৈধ অনুপ্রবেশ বেড়ে গেছে। সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি।
বিজিবির হাতে আটকদের অভিযোগ, ভারতের একটি সরকারি বাহিনীর চাপে তারা আসতে বাধ্য হচ্ছেন।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের আমন্ত্রণে ১৩ ডিসেম্বর (শুক্রবার) দিল্লি যাবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।
বাংলাদেশ ও ভারতের সুসম্পর্ক নষ্ট করতে এনআরসিকে ঘিরে কেউ উসকানি দিচ্ছে বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রীর সাথে রোববার এনআরসিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন ঢাকায় ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাস।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ। প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯ ইমেইল: abhijug@gmail.com
Copyright © 2025 Weekly Abhijug. All rights reserved.