৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই রজব, ১৪৪৬ হিজরি

গাছে লোহা যুক্ত অশ্লিল লিফলেট, সামাজিক দৃস্টিকোণের অবক্ষয়

admin
প্রকাশিত ডিসেম্বর ৮, ২০১৯
গাছে লোহা যুক্ত অশ্লিল লিফলেট, সামাজিক দৃস্টিকোণের অবক্ষয়

Sharing is caring!

মোঃ হানজালা,ক্রাইম রিপোর্টার -বাগেরহাট:-

বিজ্ঞাপনের নামে গাছে গাছে লোহার পেরেক মেরে পোস্টার লাগিয়ে বিজ্ঞাপন দিচ্ছেন এক ধরনের অসাদু ব্যবসায়ী। মোংলা থেকে শুরু করে রামপাল প্রর্যন্ত রাস্তার দু পাশে চোঁখ বোলালে এমন অশ্লিল বিজ্ঞাপনে সয়লাব করে রেখেছে।
গতকাল শনিবার সকাল ১০ টায় মোংলা স্টুডেন্ট ক্যাটারস্ এর নিজ পেজ থেকে এর প্রতিবাদ জানানো হয়। বিজ্ঞাপনের নামে সড়কের দু পাশে পরিবেশ বান্ধব বিভিন্ন গাছে গাছে লোহা দিয়ে বিজ্ঞাপনের নোংরা পোস্টার লাগিয়েছে ডাক্তার ব্যবসায়ী’রা। যা সমাজের সকলের দৃষ্টিতে খুব খারাপ ও কুরুচিপূর্ণ। যৌনতায় ভরা এই ধরনের কুরুচিপূর্ণ বিজ্ঞাপন নজর কাড়ছে স্কুল,কলেজ পড়ুয়া শিক্ষর্থী সহ নানা বয়সী পথচারী দের।
মোংলা স্টুডেন্টস ক্যাটরস্ এর সকল সদস্য ও এলাকার সাধারণ জনগণ এর বিরুদ্ধে তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। সাথে সাথে সাথে সমাজ অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করেছে এবং এর প্রতিকার ও ভবিষ্যতে এ রকম বৃক্ষের বুকে লোহা আর না মারার আহ্বান জানিয়েছেন, মোংলা স্টুডেন্টস ক্যাটারস এর সভাপতি আজিজ মোড়ল। এবিষয় মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাহাত মান্নান (জাতীয় সাপ্তাহিক অভিযোগ) সাংবাদিকদের বলেন এধরনের অসামাজিক লিফলেট ও পরিবেশ বান্দব বৃক্ষ’কে ব্যাবহার করে যারা এধরনের কুরুচিপূর্ণ লিফরেট বিজ্ঞাপন লাগাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যাবস্তা নেয়া হবে।