৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই রজব, ১৪৪৬ হিজরি

সিরাজগঞ্জের চৌহালীতে নদী বাঙ্গন

admin
প্রকাশিত ডিসেম্বর ৮, ২০১৯
সিরাজগঞ্জের চৌহালীতে নদী বাঙ্গন

Sharing is caring!

মোঃ আজাদ সিদ্দিকী,চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জে চৌহালী থানার খাষপুখুরিয়া, ইউনিয়ন এর খাষপুখিরয়া গ্রামে নদী বঙ্গন,গ্রাম বাসিরা বলেন বর্ষায় ১২ হাজার বস্তা ফেলানোর কথা ছিল, সে মাত্র ১২ শত বস্তা ফেলা হয়েছে, এখন তো আগুন মাস নদীর পানি কম, কিন্তু নদী বাঙ্গন বেড়ে চলছে, এমন তো অবস্থায় গ্রামের মানুষ খুব অওসহায় গ্রামবাসির দাবি, যমুনা রক্ষার বাঁধ চায়,গ্রাম বাসি অভিযোগ, এমনত অবস্থায় তাদের পাশে কেউ স্থানিয় নেতা কর্মিরা দারাছে না,

এ বিষয় দেখার জন্য মানানীয় এম পি মহোদয় এর সুদৃস্টি কামনা করছি। এবং চৌহালী উপজেলা পরিষদের সনাম ধন্য চেয়ারম্যান মহোদয় জনো নেতা জনাব, ফারুক সরকার , এর সুদৃস্টি কামনার আসা করছে এলাকা বাসি। জেন খুব তারা তারি যমুনার রক্ষার বাঁধ হয়,গ্রাম বাসির অকুল আবেদন।