জামরুল ইসলাম রেজা :-
সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের বীরেন্দ্রনগর গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে সৌদিআরব প্রবাসী মোঃ জালাল আহমেদ, দীর্ঘ ২৪ বছর পর বাবার হত্যাকারিদের বিচার চেয়ে প্রশাসন সহ ঊর্ধ্বতন ককর্মকর্তাদের প্রতি তার আকুল আবেদন, মোঃ জালাল আহমেদ বলেন,
১৯৯৬ সালে যখন আমার বয়স প্রায় ১বছর, রিতিমত বাবা বলে ডাকতে পারি না, ঠিক তখনি এক সন্ত্রাসী হামলায় আমার বাবা মৃত্যুবরণ করেন।
সেই থেকে আর বাবা ডাকা হল না আমার,,
মায়ের আচল ধরে বাবা হারা দুনিয়াতে আজ প্রায় ২৪ বছর!.. কিন্তু বাবার হত্যকারির বিচারের অপেক্ষা আমরা ২ ভাই ৪ বোন।বাবা হারা দুনিয়াতে অনেক কষ্টে কাটে আমাদের জীবন। কিন্তু সত্যি আজ খুব ভাল লাগছে এই কথা শুনে যে আমার বাবার হত্যাকারিদের গ্রেফতার করা হয়।
১৯৯৬ সালে করা মামলা, আমাদের আর্তিক অবস্থা না থাকায় সরকারবাদী করে দেওয়া হয়,,দীর্ঘ ২৩ বছর পর ০৪/১২/১৯ অফিসার ইনচার্জ দোয়ারা থানার দিকনির্দেশায় এস আই/ সানা উল্লাহ্ এস আই/ মো:মঞ্জুরুল হক সঙ্গীয় ফোর্সদের সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে জি আর ৮৪/৯৬ (দোয়ারা) মামলার বিজ্ঞ আদালতের পরোয়ানাভূক্ত (হত্যাকারী) পলাতক আসামী ১/সিদ্দেক আলী ২/ইদ্রিস আলী উভয় পিতা,,সৈয়দ আলী, উভয় সাং বীরেন্দ্র নগর, থানা দোয়ারা বাজার, জেলা সুনামগঞ্জদ্বয়কে গ্রেফতার করেন।
বিজ্ঞ আদালতের কাছে আমি এবং আমাদের পরিবারের জোর দাবী যেন আমরা বাবা হত্যার সঠিক বিচার পাই।
মাননীয় প্রধানমন্ত্রী ও জেলা আইন বিভাগের সকলের কাছে আমাদের আকুল আবেদন যেন আমরা আমাদের বাবার ন্যায় বিচারে মাধ্যামে বাবার আত্যাকে শান্তি দিতে পারি।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.