তারুণ্যের কবি হেদায়তুননেসা রিমু
___কিছু প্রশ্নের উত্তর এখনো বাকি___
_____হেদায়তুননেসা রিমু_____
হৃদয়ের আত্মকথা কলমে করি ব্যক্ত
ডায়েরির পাতা জুড়ে ক্ষতের চিহ্ন ,
স্মৃতির ঝাপটানিতে কলমে ঝরে রক্ত
কলিজার সতেজতা বেদনায় জরাজীর্ণ।
ছুঁয়ে থাকা দুটি পাঁজরের দূরত্ব এখন অনেক
অভিমানের সুরে অভিমানের মিলনের অপেক্ষা,
অনুভবের বিচরণ এখন যোজন যোজন দূরে
অনুভূতিরা শূন্যে ভাসে কঠিন প্রণয়ের আশায়।
বাস্তবতায় ছোঁয়ায় চিৎকার করে উঠে হৃদয়
আবেগে গা ভাসিয়ে দুঃখের সাগরে এ কোন জীবন।
নির্মম নিষ্ঠুর তোমার ছলনা জলন্ত দাহ করেছো
তবুও তোমার সুখের তরে নিজেকে পুড়িয়ে ছাই করেছি।
উড়তে দিয়েছি মুক্ত বিহঙ্গ পাখির মতো…
তবুও তুমি উড়তে গিয়েও উড়তে পারোনি কেন?
কেউ কি ছেঁটে দিয়েছে তোমার ডানা দুটি?
আমি আজ স্বাধীন মুক্তমনা।
তোমার জন্য এখনো ঝরে দুচোখে বিন্দু বিন্দু শিশির কণা।
খাঁচাতে রাখিনি তোমাকে আমি ছিলাম তোমার বুকের খাঁচাতে।
একটাই জিজ্ঞাসা কেন পারলে না তুমি উড়তে?……
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.