২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বর্ষা তুমি ফিরে পাওয়া যৌবনে

admin
প্রকাশিত ডিসেম্বর ৬, ২০১৯
বর্ষা তুমি ফিরে পাওয়া যৌবনে

Sharing is caring!

 

বর্ষা তুমি কি কেবলই
আকাশ কন্যার অশ্রুসজল
নয়নের নিম্নমুখী প্রবাহিত জল।
নাকি ব্রক্ষপুত্রের সেই ফিরে পাওয়া উত্তাল যৌবন?
বর্ষা তুমি কি কোনো এক,
ভীত কিশোরীর চোখে মুখে লেগে থাকা বজ্রপাতের ভয়,
নাকি ঘরের চালে টিপ টিপ শব্দে
মায়ের আঁচল তলে লুকানো ভীত কোনো শিশুর ভয়?।
আমার মতে বর্ষা তুমি,
এক প্রাণোচ্ছল কিশোরীর বৃষ্টি ভেজা চুলের ফোঁটা ফোঁটা জল।
কোনো এক ছোট্ট কুঠির খোলা বাতায়নে
হাত বাড়িয়ে ছোঁয়া আবেগের ঢল।
বর্ষা তুমি জলে সিক্ত চোখ ধাঁধানো সবুজ প্রান্তর,
তুমি স্নিগ্ধ শীতল হাওয়া
আর………..
নদীর জলের শব্দ লহর।
বর্ষা তুমি পদ্ম পাতায় গড়িয়ে যাওয়া জল,
নদীর জলে গা ভাসানো শ্বেত হংসের দল।
বর্ষা তুমি জলের উপর
জল পড়ার এক নিবিড় ছন্দ
বর্ষা তুমি প্রকৃতির এক অপার সৌন্দর্য।।

ঋতু
২৫ শে সেপ্টেম্বর ১৯ইং
শরৎকাল