Sharing is caring!
অভিযোগ প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতিবন্ধীদের বিষয়ে মানসিকতার পরিবর্তন করতে হবে। তাই স্কুল থেকেই প্রতিবন্ধীদের বিষয়ে শিশুদের শিক্ষা দিতে হবে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) জাতীয় প্রতিবন্ধী দিবসে প্রতিবন্ধীদের জন্য ‘সুবর্ণ ভবন’ নামে ১৫ তলা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। সকালে মিরপুরে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন চত্বরে ভবনটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
দেশের উন্নয়নে প্রতিবন্ধীদের গুরুত্ব দিয়ে তাদের অধিকার নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, প্রতিবন্ধীদের উন্নয়নে দেশে ১০৩টি সেবাকেন্দ্র চালু করা হয়েছে। এছাড়া দেশের প্রতিটি উপজেলায় প্রতিবন্ধী সেবা কেন্দ্র চালু করা হবে।
প্রধানমন্ত্রী বলেন, প্রতিবন্ধীদের সুরক্ষায় সরকারও কাজ করছে। উপজেলা পর্যায়েও তাদের জন্য কাজের সুযোগ সৃষ্টি করা হবে।