২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ধন্য ধন্য ধন্য

admin
প্রকাশিত ডিসেম্বর ৫, ২০১৯
ধন্য ধন্য ধন্য

Sharing is caring!

জাতীয় যুব কল্যাণ বাংলাদেশ তুমি ধন্য,

মঞ্জুরুল ইসলাম, ঢাকা জেলা প্রতিনিধি:-

আমাদের মত দুঃখী মানুষকে কর্ম দেওয়ার জন্য।

তাইতো তোমায় ভক্তি করি সবাই মনে প্রাণে,
আট দশ ঘন্টা ডিউটি করেও শান্তি পাই যে মনে।

মাসের শেষে বেতন নিয়ে যখন বাড়ি যাই পরিবার কত খুশি, কি দিয়ে বোঝাই।

বেতনের টাকা হাতে নিয়ে তারা গাইছে খুশির গান,
আমি বলি এসব কিছুই জাতীয় যুব কল্যাণ বাংলাদেশ এর অবদান।

বলি কর্ম করি জাতীয় যুব কল্যাণ বাংলাদেশ মোরা গাইবো জেতার গান,
সবার মুখে একটাই ধবনি একটাই স্লোগান।

এক মালিকের একই চিন্তা একটাই তো মন,
আল্লাহ তাদের সুখে রাখবে সদা সর্বক্ষণ।

জাতীয় যুব কল্যাণ বাংলাদেশ এর গুনের কথা নয় জাতীয় যুব কল্যাণ চেয়ারম্যান অথবা মহাসচিব জন,

সবাই দেখো বুকে বুক মিলায়, ঈদ এলে পই, শাড়ি, দুধ, চিনি, সেমাই শিক্ষাবৃত্তি, স্বাস্থ্য সেবায় দানের তো শেষ নাই শীতকালের কম্বল চাদর আমরা সবাই পাই।

——-বাণীতে জাতীয় যুব কল্যাণ বাংলাদেশ এর মহাসচিব সাংবাদিক মঞ্জুরুল, ইসলাম—————-