রাশিদুল হাসান রিয়াদ, বরগুনাঃ
তালতলী উপজেলার শহরের ০৫-০৬ কিলোমিটার অদূরে ৬ নং নিশান বাড়িয়া ইউনিয়নে এ কাঁচা রাস্তাটির অবস্থান। সড়কটির দিয়ে ৩ টি শিক্ষা প্রতিষ্ঠান যেতে হয়।
সেকান্দার জোমাদ্দারের বাড়ি থেকে এমাদুল মাস্টার বাড়ির ও মোসলেম হুজুরের বাড়ি পযন্ত তৃয়রাস্তা পর্যন্ত বেহাল কাঁচা রাস্তাটি পাকা করণের দীর্ঘ দিনের দাবি এলাকাবাসীর। গ্রামের মানুষের তালতলী শহরের একমাত্র যোগাযোগের মাধ্যম এ সড়কটি। সিডর, আয়লা, মহাসেন ও বুলবুলের মত ঘূর্ণিঝড়ের আঘাতে ক্ষত-বিক্ষত রাস্তাটি পাকা তো দূরের কথা, সংস্কার করতে কোনো সরকারি-বেসরকারি দপ্তর এগিয়ে আসেনি। এই বিধ্বস্ত খানা-খন্দে ভরা কাঁচা সড়কটি পাকা করণের প্রাণের দাবি এলাকাবাসীর।
তালতলী শহর থেকে ০৫-০৬ কিলো মিটার অদূরে ৬নং নিশান বাড়িয়া ইউনিয়নে এ কাঁচা রাস্তাটির অবস্থান। সড়কটির পাশে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান,
এসব প্রতিষ্ঠান ও গ্রামের শত শত মানুষ প্রতিনিয়ত একমাত্র এ কাঁচা রাস্তাটি দিয়ে যাতায়েত করে। বর্ষা মৌসুমে এ কাঁচা রাস্তা দিয়ে স্কুল কলেজের ছাত্র-ছাত্রী ও মসজিদে যাতায়াতকারী মুসল্লিদের খুবই কষ্ট হয়। তালতলী শহর, মোয়াপাড়া মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় এবং সোবাহানপাড়া দাখিল মাদরাসা এবং ছোবাহান পাড়া কওমিয়া মাদরাসার যাতায়েত করার একমাত্র সড়ক এটি।
তাছাড়া আড়াই থেকে তিন কিলোমিটারের এ রাস্তার প্রায় বেশির ভাগ খানাখন্দে ভরা। যা দিয়ে প্রতিনিয়ত মানুষ জীবনের ঝুকি নিয়ে পারাপার করছে। এ ব্রিজ ও রাস্তা দিয়ে চলাচলে যে কোনো সময় মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। আর এসব দুর্ঘটনার কারণে ম্লান হতে পারে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সুফল।
এ রাস্তাটি দিয়ে অনেক ধরনের গাড়ি চলাচল করে। কাঁচা রাস্তাটির পাকা করণের পাশাপাশি অকেজো ব্রিজ নির্মাণেরও দাবি এলাকাবাসীর।
তালতলীর ৬নং নিশান বাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান দুলাল ফরাজি বলেন কাজ করব কিন্তুু কাজ হয়না। চেয়ারম্যান সাহেব মুঠোফোনে বলেন এ বেঁড়িবাঁধ রাস্তাটি আমাদের সংস্কারের পরিকল্পনা রয়েছে বলে প্রায় ৪ বছর দরে বলে কিন্তুু কোন কাজ হয়না। প্রস্তাব আমরা পাঠিয়েছি। সংস্কার করতে একটু দেরি হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ। প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯ ইমেইল: abhijug@gmail.com
Copyright © 2025 Weekly Abhijug. All rights reserved.