২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

” শুভ্রা ” মাসিক সাহিত্য পত্রিকা নবম বর্ষে পদার্পন

admin
প্রকাশিত ডিসেম্বর ৪, ২০১৯
” শুভ্রা ” মাসিক সাহিত্য পত্রিকা নবম বর্ষে পদার্পন

Sharing is caring!

মুহাঃআরাফাত হোসাইন জিহাদ,নিজস্ব প্রতিনিধিঃ
সাহিত্যর অন্যতম উৎস হচ্ছে সাহিত্য পত্রিকা।যা লেখকের সৃজনশীল প্রতিভাকে বিকশিত করে এবং পাঠক সমাজকে প্রদান করে অমূল্য জ্ঞান।এমনই একটি অনন্য সাহিত্য পত্রিকার নাম”শুভ্রা”।পত্রিকাটির বয়স প্রায় এক যুগ তথা ৯ বছর।পত্রিকাটির প্রতিষ্ঠাতা ও সম্পাদক সত্যজিৎ দাসের সাথে কথা বললে তিনি বলেনঃপত্রিকাটি ২০১০ ইং সালে প্রতিষ্ঠিত হয়েছে।পত্রিকাটির উদ্দেশ্য অমর একুশের চেতনায় পাঠক সমাজকে উজ্জীবিত করা।তার কাছে পত্রিকাটির জনপ্রীয়তা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেনঃশুভ্রা পত্রিকার বেশ কদর দেন পাঠক বর্গ।অমরা আমাদের কাজ করে আসছি আজ ৯ বছর থেকে।আমরা কাজে ভালবাসি পুরস্কারের আশা করিনা।”পত্রিকাটি পাঠক সমাজে কি ধরনের প্রভাব ফেলতে পারে?”প্রশ্নের জবাবে সম্পাদক বলেনঃশুভ্রার একটা অনেক বড় পাঠকবর্গ আছে।আমি মনে করি,ভালো লেখনীও সমাজে বিভিন্ন রকমের কুসংস্কার থেকে বেরিয়ে আসার কাজ করবে এই পত্রিকা।
লিটল ম্যাগাজিনগুলোর প্রতি সরকারের নজর রাখা দরকার বলে তিনি মনে করেন।
তার কাছে পত্রিকাটির ভবিষ্যৎ অগ্রযাত্রা সম্পর্কে জিজ্ঞেস করলে তিনা বলেনঃআমরা চাই ভাষা প্রেমিক যোদ্ধাদের।