২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ফেসবুক দুর্নীতি এড়াতে- এনআইডির বিকল্প নেই-

admin
প্রকাশিত ডিসেম্বর ৩, ২০১৯
ফেসবুক দুর্নীতি এড়াতে- এনআইডির বিকল্প নেই-

Sharing is caring!

ফেসবুক দুর্নীতি এড়াতে- এনআইডির বিকল্প নেই- কবি ডা.মিজান মাওলা
রচনা কাল- ০৩/১২/১৯ ইং

অনেকেই বলে থাকেন ওহে ফেসবুক বন্ধু আমার আইডিটা হ্যাক বা ব্লক অথবা হুবহু আরেকটি নতুন আইডি খোলা হয়েছে!

হয়তোবা অসম্মান বা বদনাম করার জন্যে এরকম দুর্নীতি এড়াতে আমাদের একান্ত কাম্য ন্যাশনাল আইডি কার্ডের নিজেস্ব করনে স্বাধীন ভুমিকা রাখবে-
তাহলে অনেক ফ্যাক ফেসবুক আইডি ও অতিরিক্ত ফেসবুক আইডি বাতিল হয়ে যাবে এবং সঠিকভাবে কোনো তথ্য সংগ্রহ করতে অতি সহজ হয়ে যাবে।

তখন যে কেহ বা অপ্রাপ্ত বয়স্করা চাইলে ফেসবুক আইডি খোলিতে পারিবে না তখন গার্ডিয়ানের অনুমতি ক্রমে বিশেষ প্রয়োজনে ফেসবুক আইডি খুলিতে পারিবে বিষয়টি অতীব জরুরি অতি সত্বর কর্তৃপক্ষর আমলে নেওয়া কাম্য

এই জন্যই উচিত অতি তাড়াতাড়ি তথ্য মন্ত্রণালয় অধিনে সকলের ফেসবুক আইডির মাধ্যমে ভেরিফাইড করা এবং একের অধিক আইডি খুললে প্রথম আইডি রেফারেন্স পাসওয়ার্ডপিন ও সংখ্যা কতো তম উল্লেখ করে দিতীয় আইডি খোলা ইত্যাদি বিষয়ে জনগুরুত্বপূর্ণ বলে আমি মনে করি বর্তমান প্রেক্ষাপটে।