তোমার জন্য
মোঃ আবু নোমান
তোমার জন্য,
সুবেসাদেক লক্ষ্য মানুষ জাগে,
ভোরের পাখির কুহুতানে ঘুমটি তখন ভাঙ্গে ।
তোমার তরে নত হয়ে যাই মুয়াজ্জিনের ডাকে ।
জিবনটাকে বিলিয়ে দেব , তোমার জন্য আমি ।
জিবন দিয়েছে শেষ নবীযি (স:),
আলী,ওমর, আবু বকর
খাঁখা -খাঁখা রোদে পুড়েছে বেলাল,
তবুও তোমার নামটি , বেলাল মুখে রেখেছে যারি ।
সেই নামেতে মধু মাখা , মন চায় ডাকি সদা ।
নিসধ্মেহে সবার প্রভু তুমি,
নামটি তোমার আল্লাহু আকবার।
তোমাকে যদি বিপদ-আপদে ,
তুমি দয়ালু, দাতা মেহেরবান
তাইতো ধরনী করিলে সৃজন ।
তুমিযে মোর রাব্বুল আলামীন,
তোমারী হুকুমে ধরনী রঙ্গীন ।
তোমার জন্য করি ইবাদত,
দিন দুপুর আর নেইক রাত ।
মাঝির মুখে নামটি , শুনি আল্লাহ তোমার জয়ও ধ্বনি ।
তুমি ছাড়া আমি ঠিকানা বিহীন,
এ সব কিছু প্রভু তোমার অধিন।
পাঁক- পাঁখালি , বৃক্ষ-রাজি,
সবার প্রভু আল্লাহ তুমি ।।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.