২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

কবিতা

admin
প্রকাশিত ডিসেম্বর ৩, ২০১৯
কবিতা

Sharing is caring!

মুক্তি পাক স্বাধীনতা
কবি- ডা.মিজান মাওলা
রচনা কাল- ০২/১২/১৯ ইং

স্বাধীনতা তুমি ৭১ এর ২৬শে মার্চ,
লাল সবুজের পতাকায় গণমানুষের প্রাণহাণি ও রক্তক্ষয়ী।
স্বাধীনতা তুমি ৭১ এর ১৬ই ডিসেম্বর,
বিদ্রহী জনতা সোনার বাংলার সংগ্রাম বিজয়ী।
সেই সময় ছিলো আমাদের দেশ আমাদের ভাষা,
আমাদের জনতার আছে বাক্ স্বাধীনতা।
অক্ষুন্ন থাকবে দল, মত, ধর্ম, বণ্য, জাত ও বিজাত,
গণতন্ত্র থাকবে- আইন, আদালত, সরকার, প্রসাশন ও জনপরিষদে জাতীয়তা।
অধিকার আদায়ে- ধর্মে কর্মে ও জনতার মৌলিক অধিকারে বলিষ্ঠ প্রেরণায়,
উচুঁ-নিচু আর সাদা-কালোর সমন্বয়ে মানবতা।
আজ কেন এতো ভয়- সংশয়, বাকবিতন্ডতা ধর্মে ও কর্মে অস্থিরতা,
জাতীয় অধিকারে বিগ্নতা এবং কোথায় স্বাধীনতা?
পতন করেছিলাম- হানাদার, ভুমিদস্যু, চোরডাকাত,
দুর্নীতিবাজ, নারীলোভি নরপশু, সন্ত্রাস ও দুর্শাসন।
আজ কেন জুলুম, শোষণ, নির্যাতন, গুম, খুন, ও ধর্ষণ,
গণতন্ত্রর অধিকার হনন স্বাধীনতার প্রহসন।
মুক্তি পাক্ স্বাধীনতা- দেশভাষায় জনতার এক দাবি,
হিংসা নয় বিদ্বেষ নয় আর ক্ষতির জন্য নয় জনতা।
সভ্যতার ভব্যতায় গণতন্ত্র সমন্বয়ে অর্জিত হোক রাজা,
প্রজাতন্ত্রের দলনেতা আমজনতা ফিরে পাক স্বাধীনতা…।