২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

কবিতা

admin
প্রকাশিত ডিসেম্বর ২, ২০১৯
কবিতা

Sharing is caring!

★★ অপেক্ষা ★★

শোভা রাণী বিশ্বাস
রোজ বিকেলে বসে থাকি
তিন রাস্তার মোড়ে,
মা যে আমার আসে যদি
কখনও ভুল করে।
ঘুম ভেঙে রোজ উঠেই দেখি
নেই যে পাশে মা,
এঘর-ওঘর খুজে বেড়াই
কোথাও যে পাই না।
দিদির কাছে সুধাই রোজ-ই
তারপরেও খুঁজি,
মিথ্যে বলে সান্ত্বনা দেয়
এটাও আমি বুঝি।
চোখের জ্বলে বুক ভেসে যায়
দেখার মানুষ আছে কে,
বুঝবে ব্যাথা সেইতো কেবল
আমার মতো আছে যে।
চাকুরীতে মা যায় যখনই
ঘুমিয়ে থাকি আমি,
রাতের বেলাও হয়না দেখা
মায়ের – ই মুখখানি।
রাতের বেলায় ঘুমিয়ে পড়ি
অপেক্ষাতে থেকে,
সারাদিনের জমা ব্যাথা
হৃদয় মাঝে রেখে।
সকাল বেলা হয়না খাওয়া
বসে যে থাকি রাতে,
মায়ের সাথে ভাত যে খাবো
দু’জনে এক পাতে।
এমনি করে যায় যে কেটে
ছয়-ছয়টি বার,
অপেক্ষাতে থাকি কবে
আসবে শুক্রবার।।।