Sharing is caring!
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে পাম্প মালিকদের ধর্মঘটের সুবিধাকে কাজে লাগিয়ে অতিরিক্ত মূল্যে জ্বালানী তেল বিক্রির অপরাধে ঠাকুরগাঁওয়ে দুইজন খুচরা তেল (জ্বালানী) বিক্রেতাকে ২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
সোমবার দুপুরে পৌরসভার রোড এলাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন এ জরিমানা করেন।
উক্ত তেল বিক্রেতারা হলেন- নুরুল হক (৬৪) ও জাফর হোসেন। তারা উভয়ে ঠাকুরগাঁও পৌরসভার রোড এলাকার খুচরা জ্বালানী তেল বিক্রেতা।
সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, নিজেই ধর্মঘট ডেকে আবার নিজেরাই গোপনে বিক্রেতার নিকট অতিরিক্ত মূল্যে জ্বালানী তেল বিক্রি করছে। এমন খবরে দুজনকে জরিমানা করা হয়েছে। ঠাকুরগাঁওয়ে পাম্পে তেল বিক্রি শুরু হয়েছে। ক্রেতাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।