Sharing is caring!
শোভা রাণী বিশ্বাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :
দীর্ঘদিন বন্ধ থাকার পর নানা প্রতিকুলতা পেরিয়ে আজ ফরিদপুর জসীমউদ্দিন হলে অনুষ্ঠিত হলো;দ্বাদশ সাহিত্য সম্মেলন ও আলাওল সাহিত্য পুরস্কার ২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠান। দুই দিনের নির্ধারীত দিনের আজ ছিল প্রথম দিন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট কবি জনাব নূরুল হুদা।উদ্ভোধক ছিলেন বিশিষ্ট কবি বাংলা একাডেমি মহাপরিচালক জনাব হবীবুল্লাহ সিরাজী।আরো উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো.লোকমান হোসেন মৃধা।এছাড়াও ফরিদপুর জেলা পুলিশ সুপার জনাব মোঃ আলিমুজ্জমান,বিপিএম-সেবা,ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সভাপতি জনাব মোঃ আবুল ফয়েজ এবং অন্যান্য গুণী কবিগণ।আগামীকাল ছয়জন বিশিষ্ট কবিকে দেওয়া হবে আলাওল সাহিত্য পুরস্কার ২০১৯।তাঁরা হলেন কবি আলতাফ হোসেন,উপন্যাসিক ওয়াসি আহমেদ, গবেষক প্রাবন্ধিক সুকুমার বিশ্বাস, কবি আসাদ চৌধুরী, ছোট গল্পকার রফিকুর রশীদ, উপন্যাসিক হরিশংকর জলদাস। এ অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করবেন ফরিদপুরের রুপকার জনাব আলহাজ্ব ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, এমপি।সভাপতি, স্থানীয় সরকার,পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। অনুষ্ঠানে গুণীজনেরা উপস্থিত থাকবেন।