হেলাল আহমদ, লেবানন থেকে :- পরপর দু’বার ‘শীর্ষ সন্ত্রাসী’ পরিচয়ে দৈনিক ‘ঢাকা টাইমস’, ‘ঢাকাটাইমস২৪ডটকম’ ও সাপ্তাহিক ‘এই সময়’ সম্পাদক আরিফুর রহমান দোলনকে প্রাণনাশের হুমকির ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে লেবানন বাংলা প্রেসক্লাব।
বৃহস্পতিবার লেবানন বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা মোহাম্মদ জসিম উদ্দিন সরকার ও দৈনিক ঢাকাটাইমস লেবানন প্রতিনিধি ওয়াসীম আকরাম এক যৌথ বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি তারা এ ঘটনায় জড়িত ব্যক্তি বা গোষ্ঠীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
লেবানন বাংলা প্রেসক্লাবের পাঠানো বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, সাংবাদিকরা জাতির বিবেক, সমাজের আয়না। সমাজের দর্পণ হিসেবে সব সাংবাদিকই দেশ-জাতির উন্নয়নে কাজ করে থাকেন। কিন্ত শীর্ষ সন্ত্রাসী পরিচয়ে এমন হুমকি আসলে সাংবাদিকতার সকল কাজে বাধা ছাড়া আর কিছু নয়।
এমন হুমকি বা এই অপকর্মের সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে চাঁদা দাবিকারীর মুখোশ উন্মোচন করার হোক। একজন সজ্জন সাংবাদিক ও সম্পাদক আরিফুর রহমান দোলনকে একাধিকবার প্রাণনাশের হুমকি শুধু একজন সম্পাদকের জন্য নয়, বরং সাংবাদিক সমাজ তথা গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি। আরিফুর রহমান দোলনের নিরাপত্তাদানের জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিও আহ্বান জানান এ প্রবাসী সাংবাদিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ।
একজন সাংবাদিক আরেকজন সাংবাদিকের পাশে দাঁড়াবে। শুধুমাত্র মালিকানা কিংবা আদর্শ বিবেচনায় একজন সাংবাদিককে এড়িয়ে চলার সুযোগ নেই। একজন সাংবাদিক আরেক সাংবাদিকের ভাই ও স্বজন। তাই একে অপরের বিপদে আপদে পাশে দাঁড়াতে হবে।দেশ এবং প্রবাসে সকল প্রেসক্লাবগুলো ঐক্যবদ্ধভাবে কাজ করতে আহবান জানান লেবানন বাংলা প্রেসক্লাব এর সাংবাদিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ।
লেবানন বাংলা প্রেসক্লাব এর যারা আছেন, মোহাম্মদ জসিম উদ্দিন সরকার- ডিবিসি নিউজ,ওয়াসিম আকরাম- জেটিভি বাংলা ও দৈনিক ঢাকাটাইমস, জুয়েল রানা-জয়যাত্রা টিভি, মিলন খান-চ্যানেল এস, মনির হোসেন সরকার-এশিয়ান টিভি, হেলাল আহমদ-টাইম সিলেট ডট কম,জোবায়ের আহমেদ- পল্লী টিভি ।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.