২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

লায়লার কণ্ঠে সাড়া ফেললো ‌‌আমার মন ভালো না

admin
প্রকাশিত নভেম্বর ২৭, ২০১৯
লায়লার কণ্ঠে সাড়া ফেললো ‌‌আমার মন ভালো না

Sharing is caring!

বিনোদন ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যমে সাড়া ফেলেছে জনপ্রিয় সঙ্গিত শিল্পী সুলতানা ইয়াসমিন লায়লার কন্ঠে ‘সখি গো আমার মন ভালো না’ শিরোনামের গানটি। ইউটিউব চ্যানেলে এ পর্যন্ত ৫ মিলিয়ন বারেরও বেশি দেখা হয়েছে গানটি।

 

সম্প্রতি আরটিভিতে ‘ইগলু ফোক স্টেশন অনুষ্ঠানে গাওয়া গানটি ইউটিউব চ্যানেল ‘আরটিভি মিউজিক’ এ প্রকাশ হয়েছে। প্রকাশের পরপরই গানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে গানটি।

 

কামরুল হাসানের ভাবনায় অনুষ্ঠানটির ডিরেকশন দেন নুর হোসেন হিরা এবং সঙ্গীতায়োজন করেন জে কে মজলিশ।

 

“আঁখ খেতে ছাগল বন্দি, জলে বন্দি মাছ। নারীর কাছে পুরুষ বন্দি, ঘুরায় বার মাস সখী গো আমার মন ভালা না। কালার সাথে পিরিত কইরা, সুখ পাইলাম না। এমন সুন্দর কথার গানটি লোকমুখে প্রচারিত একটি পুরোনো গান।

 

 

গানটি প্রসঙ্গে কণ্ঠশিল্পী সুলতানা ইয়াসমিন লায়লা বলেন- শ্রোতাদের প্রত্যাশার জায়গাটাকে প্রাধান্য দিয়ে কাজ করার চেষ্টা করি। গান যখন শ্রোতাদের প্রিয় হয় তখন সবার শ্রম সার্থক হয় বলে মনে করি।

 

শ্রোতাদের উৎসাহ-অনুপ্রেরণাই আমার আগামীর পথচলার পাথেয়। আর এ গানটি যে এতো সাড়া ফেলবে, একদমই ভাবিনি। ফেসবুক, ইউটিউবে সবার কমেন্ট, প্রশংসা এবং উৎসাহ-অনুপ্রেরণায় আমি মুগ্ধ হয়েছি। সবার প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা।’

 

উল্লেখ্য সুলতানা ইয়াসমিন বাংলাদেশ বেতারে এবং বাংলাদেশ টেলিভিশনে লালনের গানের শিল্পী হিসেবে তালিকাভুক্ত আছেন।

 

২০১৬ সালে তার প্রথম একক অডিও অ্যালবাম ‘আমার কুঞ্জে’ প্রকাশিত হয়। ২০১২ সালে ক্লোজআপ-১ চ্যাম্পিয়ন হন সুলতানা ইয়াসমিন লায়লা।