অপূর্ব রবিন, বিশেষ প্রতিনিধি: কুষ্টিয়া কুমারখালী থানায় করা গৃহবধু ধর্ষন মামলায় ধর্ষকের ১০বছর এবং সহায়তাকারীর যাবজ্জীবন কারাদন্ডসহ জরিমানা আদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালত।
বুধবার বেলা সাড়ে ১২টায় নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মো: মশিয়ার রহমান ২০১৪সালের ১৩আগষ্ট কুমারখালী থানায় ওই গৃহবধুর করা ধর্ষন মামলায় দুই আসামীর উুপস্থিতিতে এই রায় ঘোষনা করেন।
সাজাপ্রাপ্ত হলেন- ধর্ষক কুমারখালী উপজেলার নন্দলালপুর গ্রামের কৌতুক শেখের ছেলে সাদ্দাম হোসেন(২৮) ১০বছরসহ ১লক্ষ এবং সাহায়তাকারী বহলা গোবিন্দপুর গ্রামের কুড়াল শেখের ছেলে ফিরোজ হোসেন(৩২)র যাবজ্জীবনসহ ১লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর সাজা।
কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের ভারপ্রাপ্ত সরকারী কৌশুলী এ্যাড. সাইফুল ইসলাম বাপ্পী আদালত সূত্রের বরাত দিয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, ওই গৃহবধুর করা মামলাটি তদন্ত শেষে ২০১৮ সালের ৮ডিসেম্বর আদালতে চার্জশীট দেয় পুলিশ।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.