২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

লেবাননে প্রবাসী বাংলাদেশীর সন্ধানে দূতাবাস!

admin
প্রকাশিত নভেম্বর ২৭, ২০১৯
লেবাননে প্রবাসী বাংলাদেশীর সন্ধানে দূতাবাস!

Sharing is caring!

হেলাল আহমদ, লেবানন থেকে :- সেলিনা বেগম,পিতাঃ নুর আলম, মাতাঃ সাফিয়া খাতুন, গ্রামঃ শাহাজাদাপুর, ডাকঘরঃ পশ্চিম পাড়া, থানাঃ সরাইল,জেলাঃ বাহ্মণবাড়ীয়া,বাংলাদেশী।
সে ২৭ নভেম্বর ২০১৪ খ্রিঃ তারিখে গৃহকর্মী পেশায় লেবানন আসেন এবং সর্বশেষ তিনি দক্ষিন লেবাননে বিন্তে  সন্ধান চাই! জাবাল (Binte Jbeil) এলাকায় কাজ করতেন। গত ০৯ অক্টোবর ২০১৯ খ্রিঃ তারিখে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দূতাবাস হতে সেলিনা বেগমের নিয়োগকারী প্রতিষ্ঠান ও নিয়োগকারীর সাথে যোগাযোগ করে তাঁর বর্তমান
অবস্থা সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি বলে জানান দূতাবাস। ২৬ নভেম্বর ২০১৯ খ্রিঃ লেবাননের বাংলাদেশ দূতাবাস কতৃপক্ষ তাঁর সন্ধান চেয়ে নিখোঁজ বিজ্ঞপ্তিতে সহযোগিতা চেয়ে বলেন,লেবানন প্রবাসী বাংলাদেশীদের মধ্যে কেহ যদি সেলিনা বেগমের সন্ধান জানা থাকে তাহলে অতিসত্বর  দূতাবাসের নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানান দূতাবাস বিজ্ঞপ্তিতে। দূতাবাস যোগাযোগ নাম্বারঃ- ৭০৬৩৫২৭৮ এবং ৮১৭৪৪২০৭ মোবাইল।