মারুফ রানা, কাতার দোহা থেকেঃ
কাতারে পৌছেছে সৌদিআরবও আমিরাত ফুটবল দল । আজ ২৫ নভেম্বর তারা হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে তাদেরবে স্বাগত জানানাে হয় । আগামীকাল ২৬ নভেম্বর থেকে শুরু হতেচে ২৪তম গালফ কাপে অংশ নিতে দোহায় আসে এই দুই দল । গালফ কাপের আয়ােজক কাতার । খেলা চলবে আগামী ৮ ডিসেম্ব পর্যন্ত । কাতারের সঙ্গে সৌদিআরবের ও আমিরাত সম্পর্ক নেই ২০১৭ সালের ৫ জুন থেকে । ফলে প্রথম দিকে এই গালফ কাপে অংশ নিতে অস্বীকৃতি জানায় সৌদিআরব । পরে অবশ্য এক বিবৃতিতে খেলায় অংশ নেওয়া এবং দোহায় আসতে সম্মত হয় সৌদিআরব ও আরব আমিরাত।বিমানবন্দর থেকে সরাসরি নিজেদের হােটেলে রওয়ানা হন সৌদিআরব ও আরব আমিরাত ফুটবলাররা । আগামীকাল সৌদি ক্লাব আলহিলালের ফুটবলারদেরও কাতারে আসার কথা রয়েছে ।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ। প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯ ইমেইল: abhijug@gmail.com
Copyright © 2025 Weekly Abhijug. All rights reserved.