
সাতক্ষীরা থেকে, সেলিম আখুঞ্জী : সাতক্ষীরা জেলার তালা উপজেলায় এবার জমে উঠেছে উপজেলা আওয়ামীলীগের এিবার্ষিক কাউন্সিল। আগামী ৬ই ডিসেম্বর তালা উপজেলা আওয়ামীলীগের এিবার্ষিক কাউন্সিল। চায়ের দোকান থেকে শুরু করে রাস্তার মোড়ে মোড়ে সবার মুখে একটাই কথা এবারের নির্বাচনে লড়াই হবে এিমুখি। এবারের নির্বাচনে মুল লড়াই হবে তিন জনের ভিতর তারা হলেন খলিলনগর ইউনিয়ন আওয়ামীগের সাধারণ সম্পাদক মোড়ল সিরাজুল ইসলাম, উপজেলা ভাইচ চেয়ারম্যান সরদার মশিয়ার এবং উপজেলা চেয়ারম্যান ও বর্তমান উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার। তিনজনই আওয়ামীলীগের সংগঠক, রাজপথ কাপানো তুখড় নেতা, সকলের প্রিয় পাএ ও আস্তাভাজন। সরদার মশিয়ার রহমান দীর্ঘদিন ধরে ছাএলীগের উপজেলার সভাপতি হয়ে সুনামের সাথে সংগঠনকে শক্তিশালি করে তোলে। এরপর তিনি বিপুল ভোটে উপজেলা ভাইচ চেয়ারম্যান নির্বাচিত হন। এবার তিনি তৃনমুল নেতাকর্মীদের হয়ে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী। ঘোষ সনৎ কুমার দীর্ঘদিন ধরে তিনি উপজেলা আওয়ামীলীগের সম্পাদকের দায়িত্ব পালন করে আসছে। এর আগে তিনি তুখর ছাএনেতা ছিল। পরে তিনি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন এবং পরপর তিনবার তিনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে আসছেন। তিনি এবারও তালা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী। মোড়ল সিরাজুল ইসলাম বর্তমান ১২নং খলিলনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক। নিজ সততা, দক্ষতা আর কর্মের উপর ভরকরে তিনি তার যোগ্যতায় একজন কর্মী থেকে আজ ইউনিয়নের সাধারণ সম্পাদক। সকল প্রকার আন্দোলন, সংগ্রাম আর নির্বাচনে তিনি সকলের প্রসংসা কুড়িয়েছিলেন তার বলিষ্ট নেতৃত্বের কারণে। এলাকা এবং এলাকার বাইরে তিনি সকলের প্রিয়পাত্র এবং আস্থাভাজন। বিপদে আপদে যিনি মানুষের সবসময় পাশে থাকেন তিনি হলেন মোড়ল সিরাজুল। উপজেলার সকলের প্রিয় নেতা তিনি। এবার তিনি সকল কাউন্সিলরদের কাছে দোয়া চেয়ে এবং অবহেলিত নেতাকর্মীদের হারানো সম্মান ফিরিয়ে দেওয়ার সপথ নিয়ে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক পদপ্রার্থী হলেন মোড়ল সিরাজুল ইসলাম। সবাই তাকিয়ে আছে আগামী ৬ই ডিসেম্বর উপজেলা আওয়ামীলীগের এিবার্ষিক কাউন্সিল এর দিকে।