২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

কবিতা

admin
প্রকাশিত নভেম্বর ২৫, ২০১৯
কবিতা

Sharing is caring!

🇧🇩 ডা.মিজান মাওলার 🇧🇩
লিখতে কেন বিরম্বনা ?
রচনা কাল- ০১/১১/১৯ই

আজ আমি আর লিখবো কি লেখবো না? জাহাপনা,
আমার সময় শ্রমের পটে লিখতে আছে অনেক বিরম্বনা।
সংসার পটাতে মান মর্যাদায় হারমানাতে পারছিনা যে আর,
নেশায় ধরেছে পেশাকে হারমানাতে ব্যর্থতায় বারবার।

একবার ভাবি লিখবোনা কোনো কিছুই আর,
কি আছে লেখকের মানমর্যাদা চাহিবার।
তবুও লিখে যাই আমিতো সর্বময় মানবতার,
সত্য মিথ্যার প্রতিবাদ লেখি আর আদর্শ যা হবার।

মাবাবা ভাইবোন সঙ্গীসাথী স্ত্রী আর যতো আত্মীয় স্বজন,
সবাই আমাকে বলে কি পেয়েছো লিখে মিটছে কি প্রয়োজন।
আসল কথা হলো আমাদের দেশ বাংলাদেশ,
সৃষ্টির শ্রষ্টার নেই দাম শুধু ক্লান্তিকর অবশেষ।

আমি চাই যে ব্যক্তি তার সময় শ্রম জাতির উদ্দেশ্যে করিবে ব্যয়,
তারা কেন আজ নিরুপায় শিক্ষা সাহিত্যের প্লাটফরমে মানমর্যাদার অপেক্ষায়।
কবি সাহিত্যিক আর যতো লেখক কালের স্মৃতির ধারা বহিপ্রকাশ পাঠকের অন্তরায়,
প্রেমাস্পদে পথের দিশায় আদর্শ নিয়ম নীতি ভুবনে বার্তায়।

যার কলমে রক্ষিত হবে স্মৃতি প্রকাশ পাবে তার কৃতি,
তাকে আজ করবো বরণ নয়তো স্বরণ জাগ্রত হোক পাঠক পরবর্তী বংশধর প্রভৃতি।
আমি আজ লিখে যাই কলমে চেতনাকে প্রেরণার সহায় নির্ধীদায় অজানাকে জানাই,
জেগে উঠুক মানব সমাজ শিশু কিশোরদের উদ্দীপনা আমরাই সাহিত্যের পাতায় ইতিহাস রটাই।