২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

শিল্পকলা একাডেমি কর্তৃপক্ষ উঠান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন

admin
প্রকাশিত নভেম্বর ২৪, ২০১৯
শিল্পকলা একাডেমি কর্তৃপক্ষ উঠান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন

Sharing is caring!

ফাহিম মুনতাসির : জেলা শিল্পকলা একাডেমি কর্তৃপক্ষ উঠান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ হায়াত – উদ – দৌলা খাঁন সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা শিল্পকলা একাডেমীর সহ সভাপতি জননেতা আল মামুন সরকার উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত বিশিষ্ট নারী নেত্রী নন্দিতা গুহ , ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ , সংগীত শিল্পী আসিফ ইকবাল , জেলা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক নিহার রঞ্জন সরকার , ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী , মহান মুক্তিযুদ্ধের গবেষক ও লেখক কবি জয়দুল হোসেন , ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ , বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেন , তিতাস আবৃত্তি সংগঠন এর আবৃত্তি শিল্পী বাছির দুলাল , ভাষা ও সাহিত্য অনুশীলন কেন্দ্রের শেখর , আলোর সিঁড়ি সেবা সংগঠনের সভাপতি সানিউর রহমান , সোনালী সকাল এর সভাপতি আবৃত্তি শিল্পী ফাহিম মুনতাসির প্রমুখ। বক্তারা বলেন হারিয়ে যাচ্ছে আমাদের সংস্কৃতি এগুলো কে নিয়মিত চর্চার মাধ্যমে আমাদের নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে , যদি আমরা আমাদের এই উঠান সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়মিত করি তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম ও এগুলোকে ধারণ করবে , তারা শুদ্ধ সংস্কৃতি চর্চার মাধ্যমে মাদক জুয়া থেকে মুক্ত থাকতে পারবে , তারা কখনো সন্ত্রাসবাদ এ জরিত হবে না । তাই সকলের উচিত নিজ নিজ অবস্থান থেকে উঠান সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা। উঠান সাংস্কৃতিক অনুষ্ঠানে তাহজীব আহমেদ চৌধুরীর গান জেলা শিল্পকলা একাডেমির নাচ ও তিতাস আবৃত্তি সংগঠন এর দলীয় কবিতা আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে ।