১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ASHO উদ্যোগে শীতবস্ত্র বিতরন কর্মসূচি ২০১৯

অভিযোগ
প্রকাশিত নভেম্বর ২২, ২০১৯
ASHO উদ্যোগে শীতবস্ত্র বিতরন কর্মসূচি ২০১৯

আবু সাঈদ,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি :

শীত প্রায় এসে গেছে। এই শীত কারো কাছে প্রিয় আবার কারো জন্য নিয়ে আসে কষ্ট। তীব্র শীতে স্থবির হয়ে যায় সব কিছু।

 

কখনো কি ভেবে দেখেছেন হাঁড়কাপানো শীতের রাতে রাস্তায় শুয়ে থাকা কোন এক অসহায় শরীর কিংবা দুর্গম কোনো এক গ্রামে প্রয়োজনীয় শীতের কাপড়ের অভাবে কাঁপতে থাকা কোন এক বৃদ্ধ নারী পুরুষ ও ছোট্ট বাচ্চার কথা ? ইয়াতিমখানার ছোট ছোট শিশু যারা শীতে কাঁপতে কাঁপতে পবিত্র কোরআন পাঠ করা বাচ্চাদের কথা কি একটু ভেবেছেন ? অথবা মনের গভীর থেকে কখনো কি পড়েছে দীর্ঘশ্বাস সেইসব হতদরিদ্র মানুষদেরকে একটুখানি সাহায্য করতে না পেরে ?

 

 

আসো-ASHO’ চাচ্ছে আপনাদের সাথে নিয়ে, আপনাদেরই সহায়তায় সেই সব শীতার্ত মানুষদের পাশে দাঁড়াতে,তীব্র শীতে তাদের একটুখানি উষ্ণতা দিতে আগামী ১৬ ডিসেম্বর ২০১৯ তারিখে মহান বিজয় দিবস উপলক্ষ্যে শীতবস্ত্র বিতরণ করতে যাচ্ছে।

 

 

আসো-ASHO’ (A Social & Humanitarian Organization) এর পক্ষ থেকে কম্বল বিতরণ করা হবে সেইসব অসহায় ইয়াতিম এবং দরিদ্র মানুষদেরকে যাদের প্রতিটি রাত কাটাতে হতো ঠান্ডায় কেঁপে কেঁপে।

 

ইটকাঠের দালানে নরম উষ্ণতায় বসে থেকেও যদি আপনার মন সহানুভুতিতে আচ্ছন্ন হয়ে থাকে সেইসব দরিদ্র মানুষের কথা ভেবে, যদি মনের কোণে একটুখানিও সাহায্য করার তাগিদ অনুভব করেন তাহলে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে।

 

আপনার পাঠানো উষ্ণতা পরম মমতায় পৌছে যাবে নিদারুণ শীতে জমে থাকা কোন শরীরে……।

 

সহায়তা পৌঁছানোর মাধ্যম:-
১) মোঃ সাকিব হাসান সানী/

অথবা আমাদের যে সদস্য আপনার পরিচিত।

২) বিকাশ-(01928 413763) পার্সোনাল)

Please Share This Post in Your Social Media
April 2024
T W T F S S M
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30