সৈয়দ রুবেল, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ঝালকাঠি জেলার নলছিটিতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধীয় জমিতে ভবন নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।
অনুসন্ধানে জানাযায়, নলছিটি উপজেলার হাসপাতাল সড়কের আব্দুল লতিফ শিকদারের সঙ্গে নলছিটি কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক ইমাম আব্দুল রব হাওলাদারের পুত্র মোঃ আল-আমিন ও তার আত্মীয়-স্বজনদের নান্দিকাঠি মৌজার (জে.এল-৪৪) এসএ ৭২, ৯২, ৯৩ ও ৫২৮ নং খতিয়ানের বিভিন্ন দাগের ১০.৭৫ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। বেশ কয়েকবার এ নিয়ে সালিশ বৈঠকের আয়োজন করেও কোন সুরাহা হয়নি।
আপোস মীমাংসার চেষ্টা ব্যর্থ হলে আব্দুল লতিফ শিকদার গত ০৬/১১/২০১৯ইং তারিখ আদালতে একটি মামলা দায়ের করলে ঝালকাঠি আদালতের দ্বিতীয় যুগ্ম জেলা জজ আদালতের বিজ্ঞ বিচারক মোঃ সাইফুল আলম আগামী সালের ০৫ /০১/২০২০ইং তারিখ পর্যন্ত বিরোধীয় জমিতে স্থিতিশীলতা বজায় রাখার নির্দেশ দেন ।
আদালতের বিজ্ঞ বিচারকের স্বাক্ষরিত স্থতাগিতাদেশ উপেক্ষা করে বিরোধীয় জমিতে কাজ শুরু করার জন্য কৌশল অবলম্বনের মাধ্যমে আদালতে দায়েরকৃত মামলার বিবাদী আব্দুল লতিফ সহ কয়েকজনের বিরুদ্ধে বিবাদী মোঃ সাইদুল ইসলাম বাদী হয়ে নলছিটি থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন।
আদালতে দায়েরকৃত মামলার বিবাদী ছাইদুল ইসলাম তার দায়েরকৃত চাঁদাবাজি মামলায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের বিএমএসএফ নলছিটি উপজেলা শাখার উপদেষ্টা গোলাম মোস্তফা ফিরোজ,
আব্দুল লতিফ শিকদারের ছেলে মোঃ সাইফুল ইসলাম (লাভলু) শিকদার ও সালিশ কবির মল্লিককে আসামী করেন।
এ বিষয় আব্দুল লতিফ সিকদারের কাছে জানতে চাইলপ তিনি জানান, আদালতের নিষেধাজ্ঞা জারি থাকা সত্ত্বেও আদালতে আমার দায়েরকৃত মামলার বিবাদীপক্ষ পাকা ভবন নির্মাণের কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতে তাদের কাজ চালিয়ে যাওয়ার জন্য কৌশলে আমাদের নামে থানায় মিথ্যা মামলা দায়ের করে। আমি এ বিষয় বরিশাল রেঞ্জের ডিআইজি মহাদ্বয় ও ঝালকাঠির পুলিশ সুপার মহাদ্বয়ের সদয় দৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করছি ।
এ বিষয় নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাখাওয়াত হোসেন বলেন, ‘আদালতের আদেশ পাওয়ার পর নোটিশ জারি করে স্থিতি অবস্থা বজায় রাখতে বলা হয়েছে। এর পরও ভবন নির্মাণ করা হলে বাদীপক্ষ চাইলে আদেশ অবমাননার অভিযোগে বিবাদীদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করতে পারে।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.