Sharing is caring!
♣___আমি সেই ছেলেটি___♣
জাহিদুল ইসলাম
আমি সেই ছেলেটি
যে প্রতিবাদী হয়েও
প্রতিবাদ করতে পারে নি।
আমি সেই ছেলেটি
যে বাস্তববাদী হয়েও
বাস্তবতাকে মেনে নিতে পারে নি।
হ্যা, আমি সেই ছেলেটি
যার করুণ দৃষ্টিতে
সমাজের অসহায় ছেলেদের
অসহায়ত্ব ভেসে ওঠে
কিন্তু প্রতিবাদ করতে পারে না।
হ্যা, আমি সেই ছেলেটি
যার করুণ আর্তনাদ কখনো কারোর
হৃদয় স্পর্শ করে নি।
আমি সেই ছেলেটি
যে কিনা সভ্যতার নামে
অসভ্যতার সমাজে মাথা
উঁচু করে দাঁড়াতে পারে নি।
আমি সেই ছেলেটি
যে রাতের অন্ধকারে
কান্না ভেজা চোখে বালিশ ভেজায়
কিন্তু দিনের আলোতে যার
কাঁদার অধিকারটুকুও নেই।
হ্যা, আমি সেই ছেলেটি
যে সমাজে মাথা উঁচু করে বাঁচতে চায়,
প্রতিবাদী হয়ে মা-বোন,
ভাই- বন্ধুদের পাশে দাঁড়াতে চায়।
হ্যা,আমি সেই ছেলেটি
যে নির্যাতিত হতে দিতে চায় না,
আর কোনো মা-বোনকে।
যে একটি প্রতিবাদী চেতনার
সমাজ গড়ে তুলতে চায়।
আমি সেই ছেলেটি
যে বায়ান্নর ভাষা আন্দোলনে ঝরে পড়া
তাজা শহিদের রক্তকে সম্মান করতে জানে।
যে একাত্তরের বিজয় গর্ব স্বাধীনতাকে
বুকে লালন করতে জানে।
আমি সেই ছেলেটি
যে আত্মনির্ভরশীল হয়ে নিজ পথে
অটুট থাকতে চায়,
ভাঙতে চায় পাথর বাঁধা।
হ্যা, আমি সেই ছেলেটি
যার চাওয়া গুলো সাধারণ মানুষকে ঘিরেই
যার নিজেকে কেন্দ্র করে
চাওয়ার মতো কিছু নেই।
হ্যা, আমি সেই ছেলেটি
যে আজকের এই আত্মকেন্দ্রীক সমাজে এসেও
স্বার্থপর হতে জানে না।
যে এই সময়ে দাঁড়িয়েও
নিজেকে নিয়ে ভাবতে পারে না।
আমি সেই ছেলেটি
যে একদিন ঠিকই নারী-পুরুষ জাগরণের
পথিকৃতী হবে।
জাগ্রত করবে সমস্ত নারী-পুরুষদের।
এগিয়ে নিয়ে যাবে সামনের পথে।
বুঝে নিতে সহায়তা করবে
নিজের সবশেষটুকুও।
হ্যা,আমি-
আমি সেই ছেলেটি।