অন্ধকার কতো টা কালো
★ গৌরী পাল ★
সূর্যের তীব্র তেজ তবুও রাত্রি যাপন করতে হবে
ঘুমের জন্য রাত নির্ধারিত
অন্ধকার রাত্রি তবু ও নির্ঘুম আমি,
অনুতাপহীন পাপ পুড়ে ছাই হয় সূর্যের তেজে।
রাত্রি নেমে এলে অন্ধকার নেমে আসে,
তুমি জানো সেই অন্ধকার কতোটা কালো ?
নিজেকে কি ভাবো ?
নিজেকে বিরহের আলোতে মুড়ে ফেলো।
দেখো নাতো সেই বিরহ কতটা কালো
দ্বিধাগ্রস্ত শূন্যতা সৃষ্টি করে দাঁড়িয়ে আছি
পূণ্য হতে গিয়ে শূন্য হয়ে ফিরে এলাম,
আমি জানি ঈশ্বর একমাত্র আমার শত্রু
আমার ঈশ্বর কাঁদে আমার হৃদয়ে।
শূন্য হৃদয়ে সারারাত দাগ কেটে গেল
জবাবের খাতায় কোন উত্তর নেই,
শুধু প্রশ্ন আর প্রশ্ন!
উদভ্রান্ত মৃত্যুর কাছাকাছি,হয়েছি নিঃস্ব,
তুমি কখনো নিঃস্ব মানুষ দেখোনি ?
তোমার সেই ভাঙ্গা মনের আয়নায়,
নগ্ন শূন্যতাকে লুকিয়ে শূন্য হতে শেখেনি।
লেখা কবিতা গুলো বারবার লিখি
শুকিয়ে যাওয়া ফুল দিয়ে নতুন করে মালা গাঁথি,
ভেবনা আমি পাগল
খালি অন্ধকারে কতোটা কালো আছে তার হিসেব করি।
কতো রাত নির্ঘুম আমি
নেশাগ্রস্ত চোখ দিগন্তের নীল আকাশ দেখতে ভুলে গেছি।
অন্ধকারে দিকভ্রান্ত
অন্ধকারের শেষ দেখবো বলে বসে আছি,
অহেতুক এই কষ্টকর জীবন
ভালোবাসার অভিনয়ে তুমি এখনো ক্লান্ত হওনি।
আগুনের ফুলকি ছিটিয়ে ভালোবাসায় আগুন দিয়েছিলে,
এখনো বাতাসে ভেসে আসে প্রেম পোড়া গন্ধ।
একদিকে আগুনে পুড়ে ছাই হয়েছি
অন্য দিকে জলে ভিজেছি,
এখন যে নয়ন দুটো একেবারেই অন্ধ।
তোমার ক্ষীণ থেকে ক্ষীণতর সেই অশ্রু নীরবে ঝড়ে পড়ে,
ভাষা গুলো হয়েছে দিশেহারা
আলোরা হয়েছে শোকার্ত,
অন্ধকার রাত্রির কালো খুঁজতে আমি আজ পরাজিত।।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.