Sharing is caring!
পিঁয়াজের সিন্ডিকেট
ডা.মিজানুর রহমান মাওলার
রচনা কাল- ১৬/১১/১৯ই
পেঁয়াজের ক্ষেতে কাঁটাতারের বেড়া,
নির্ঘুম দাঁড়োয়ান দিচ্ছে পাহারা।
পেঁয়াজ কুলি আনছে তুলি চাষার বধু কিষাণী,
কৃষক তখন রেগে মেগে আগুন রাঁধবে কি আর রাঁধুনি।
ভয়ে ভয়ে থরথর কাঁপুনি ভিজিয়ে রেখেছে পিঁয়াজ কুলি,
রান্না করা তরকারিতে ছিটাবে পিঁয়াজ কুলি ভিজা পানি।
রান্না বান্না হয়নি ভালো লেগেছে সংসারে গ্যাঞ্জাম,
পেঁয়াজ কিনে না সংসার পতি পেঁয়াজের বড়ো দাম।
রাজা প্রজার ধস নেমেছে পেঁয়াজ তাহার উদাহরণ,
পিঁয়াজ নিয়ে সিন্ডিকেট হচ্ছে দেখে নাকি প্রশাসন।
ত্রিশ দশে তিনশ’ টাকা প্রতি কেজি বেড়েছে দশ গুন,
পিঁয়াজ নাকি মনি মুক্তা হচ্ছে সবাই খুন।
পেঁয়াজের বাজার জব্দ কেনো হইছে নাকি লড়াই,
স্বাধীন বাংলার স্বাধীন মানুষ কেনাকাটায় নাই যে বড়াই।
আমার দেশের কৃষক শ্রমিক করবে পিঁয়াজ চাষ,
দেশ বিদেশের আমদানিতে পিঁয়াজের বাণিজ্যে কৃষক খাবে বাঁশ।