১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

পীরগাছা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

অভিযোগ
প্রকাশিত নভেম্বর ১১, ২০১৯
পীরগাছা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

এম জাহিদ চৌধুরী, রংপুর ব্যুরো প্রধানঃ
রবিবার (১০ নভেম্বর) পীরগাছা উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক,বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি এবং উপজেলা আওয়ামীলীগের সকল পর্যায়ের নেতাকর্মী বৃন্দ।

 

অনুষ্ঠান টি দুটি পর্বের মধ্য দিয়ে সম্পন্ন হয়।সম্মেলনের প্রথম পর্বে উপজেলা আওলামী লীগের সভাপতি আব্দুল হাকিম সরদারের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন- রংপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তুহিন চৌধুরী।সম্মেলনে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এর মধ্য দিয়ে উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ।

 

পরে ২য় অধিবেশনে পীরগাছা উপজেলা আওয়ামী লীগের মুল আকর্ষন উপজেলা ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।সম্মেলন টি জেলা আওয়ামীলীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ সভাপতিত্ব করেন এবং পরিচালনা করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট রেজাউল করিম রাজু।সম্মেলনে তছলিম উদ্দিন সভাপতি ও আব্দুল্লাহ আল মাহমুদ মিলন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।সম্মেলনে কাউন্সিলরদের সরাসরি ভোটে সভাপতি পদে তছলিম উদ্দিন নির্বাচিত হন।তার প্রতিদ্বন্দী প্রার্থী ছিলেন উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি আব্দুল হাকিম সরদার।

 

অপরদিকে সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন উপজেলা আওয়ামী লীগের ত্যাগী নেতা বর্তমান সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন।বিনা প্রতিদ্বন্দ্বিতায় পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে তার বক্তব্যে বলেছেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।

 

এ এগিয়ে যাওয়াকে ধারাবাহিক করতে আওয়ামীলীগের তৃণমুল কে আরো শক্তিশালী করে গড়ে তুলতে হবে।আওয়ামীলিগ শুদু একটা দলের নাম নয়, অনুভূতির নামও বটে।প্রধান অতিথির বক্তব্যে বানিজ্য মন্ত্রী টিপু মুন্সি এম পি সরকারের বিভিন্ন উন্নয়ন মুলক কর্ম কান্ড তুলে ধরা সহ তার বক্তৃতায় বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্যদিয়ে এদেশকে পিছিয়ে নেয়ার ষড়যন্ত্র করা হয়েছিল।কিন্তু বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন বাংলাদেশের হাল ধরেছেন এবং সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়ন করেছেন।টিপু মুনশি আরো বলেন ‘আমরা আলু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ।

 

আলু এখন বিদেশে রফতানি হচ্ছে।এ বছর আমরা ১০ হাজার মেট্রিক টন খাদ্যশস্য বিদেশে রফতানি করব। ২০৩০ সালের মধ্যে এসডিজি বাস্তবায়নের লক্ষ্যমাত্রা হাতে নেয়া হয়েছে।তবে এর দুই বছর আগেই তা বাস্তবায়ন করা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media
April 2024
T W T F S S M
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30