ডা. মোঃ মিজান মাওলা
রচনা কাল- ০৬/১০/১৯ই
আমি এক শিল্প শ্রমিক,
হাজার শ্রমিক এক মালিক।
শ্রমিক হয়ে অন্তরিনের ব্যথা,
মালিক বলে সুনেনা শ্রমীকদের কথা।
দেয় না আমার প্রাপ্তি ছুটি,
সঠিকভাবে দেয়না আমার মজুরি।
দেয়না আমায় কাজের সিডুইল,
দিবারাত্রি কাজ দিয়ে যে কষে বিপুল।
ছুটির দিনে ছুটি দেয় বলে,
শুক্রবারে বন্ধের দিনে কাজ চলে।
ঈদের বন্ধের কাজ অগ্রিম করায়,
রোগ শোকের ওজরে মিলে হঠাৎ ছাটায়।
সঠিকভাবে না দেয় আমায় ছুটি ছাঁটা,
না পাই সঠিক বেতন ভাতা।
নারী পুরুষের বৈষম্য তা না আছে যে মান মর্যাদা,
না মিলে যে কাজের ঘন্টা টাকার অংকে তীব্র নিন্দা।
দিচ্ছে আমায় কাজের করছে ওভারটাইমে চুরি,
সময়ে শ্রমে অক্লান্ত পরিশ্রমে হচ্ছি বুড়া বুড়ি।
না আছে যে নামাজ রোজা খেলাধূলার অবস্থান,
ভায়্যার এলে হাছা মিছা সাজায় কতো প্রস্থান।
শ্রমিকদের কাজের রে:খাতা দুইটা তিনটা,
জিএম পিএম একটা মালিক দেখে আরেকটা ভায়্যার এলে অন্যটা।
কি যে চুরি ফাঁকির কত মিল,
শ্রমিক আমি কষ্ট শ্রমে লাগে দাঁতে খিল।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.