Sharing is caring!
…ডা: মিজান মাওলা…
ময়মুরব্বীর কথা ছিলো ভয় এমন একদিন
আসবে বাছা,
মারতে মশা লাগবে কামান এখন দেখি গল্প
চুটকির কথা হাচা।
ঢাকার বাড়ি অলিতে আর গলিতে মশার সাথে যুদ্ধ করতে লইছে কামান কাদে,
হাতে যে তার পাইপগান মেশিন ড্রামভরে লইছে ডিজেল ফিতা দিয়ে বেধে।
পোশাক আশাকে সৈনিক তারা মশা মারতে ডিএনসিসির অধিনে,
মাসের মাথায় আসেকিনা ফুরুত ফারুত আওয়াজ করে ধুয়া উড়ায় শব্দ দূষণে।
কেমন ঔষধ দেয়রে সৈনিক মশা মারতে কামানে,
ফটর ফটর শব্দ করে মশা মারে পোড়া মবিল বায়ু দূষণে।
মশা তো মরেনা বাসা বাড়ি ছাড়েনা চিকুনগুনিয়া ও ডেঙ্গু জ্বর কমেনা,
নোংরা পচা মশার বাসা সঠিকভাবে ড্রেনিজ খনন ও পয়নিস্কাষণ হচ্ছেনা।
মশা মাছি জীবাণু গড়ায় খাবার দাবার নষ্ট পানি জীবন নাশের হুমকি গড়ে,
পেনরপোনর মশা মাছি কেমনকরে নিত্য বাচি মহামারি ডায়রিয়া কিংবা জ্বরে।
সময়ে শ্রমে যুদ্ধ করে জীবন বাচাতে লড়ি,
সজাগ থাকুন মিলে সবাই মশা মুক্ত পরিবেশ গড়ি।