শাকিল আহম্মেদ,নারায়ণগঞ্জ থেকে : সাহিত্য চর্চা নির্ভর রূপগঞ্জ সাহিত্য পরিষদের ১৯ তম সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার বিকালে উপজেলার মারুফ শারমিন স্মৃতি পাঠাগার মিলনায়নতে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি ও দৈনিক সংবাদের সাব এডিটর আলম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরকারী গ্যাজেটভুক্ত সমাজসেবক লায়ন মোজােম্মেল হক ভুঁইয়া।
বিশেষ অতিথি ছিলেন, রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কলামিষ্ট ও গবেষক লায়ন মীর আব্দুল আলীম, দৈনিক যুগান্তরের সিনিয়র সাব এডিটর এমদাদ হোসেন ভুঁইয়া, ভুলতা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আউয়াল ভুঁইয়া, সংগঠনের সাধারন সম্পাদক ভৈরব শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ কবি সেলিম মিয়া,প্রভাষক শামীমা সুলতানা উমা, পীযুষ কুমার হীরা, মোজাম্মেল হক ভুঁইয়া কারিগরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফরহাদুল কবির, সাংবাদিক মকবুল হোসেন,আবুল কালাম আজাদ শাকিল, মাহবুব আলম প্রিয়, কবি এস আলম, গোলজার হোসেন,মোন্তাসির আহমেদ প্রমূখ।
এ সময় বিশেষ আকর্ষন হিসেবে উপস্থিত ছিলেন, ভারতের কলকাতার কবি এম ইসলাম ঘোরামি, পার্থদীট সমাজদার। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নেট দুনিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যম আজকাল তরুন সমাজ ধ্বংস করে দিচ্ছে।
এ তরুনদের বাঁচাতে যে কোন মুল্যে বইমুখি করতে হবে। বিশেষ অতিথি লায়ন মীর আব্দুল আলীম বলেন, কবিদের কাব্যিক ভাবধারা বুঝতে সাধারনদের সময় ও মেধার প্রয়োজন হয়।
তাদের পোষাক পরিচ্ছদ স্বাভাবিক হলেও তাদের মেধা বিজ্ঞানেরও উপরে। তাই এ ধরনের চর্চা অব্যাহত রাখতে হবে। সভাপতি আলম হোসেন বলেন, সাহিত্য চর্চার জন্যই রূপগঞ্জ সাহিত্য পরিষদ বিভিন্ন অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানে সভা ও মতবিনিময়সহ কবিতার আসর জমিয়ে আসছে।
তাই সমাজের বিভিন্ন শ্রেণি পেশার লোকজনকে এগিয়ে আসার আহবান জানান তিনি। এ সময় পরবর্তি আসর পূর্বাচলের বাঙ্গাল বাড়িতে ২৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবার ঘোষনা দেন তিনি।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.