পিরোজপুর জেলার এসপি হায়াতুল ইসলাম খান বলেছেন,আমাদের উদ্দেশ্য কাউকে শাস্তি প্রধান নয়, সকলে আইন মেনে নিরাপদ সড়ক গড়ার লক্ষ্যে আমাদের এই উদ্যোগ। আজ বুধবার সকালে পিরোজপুর সিঅফিস মোড়ে ‘সড়ক পরিবহন আইন-২০১৮’ উপলক্ষ্যে লিফলেট বিতরণ করে জেলা পুলিশ।
এসময় পুলিশ সুপার বিভিন্ন পরিবহনের ড্রাইভারদের আইন সচেতনমূলক বক্তব্য রাখেন। বলেন,গাড়ির ফিটনেস সনদ,মেয়াদোত্তীর্ণ ফিটনেস ব্যবহার,ঝুঁকিপূর্ণ বা ক্ষতিগ্রস্থ রংচটা মোটরযান ব্যবহার করলে অনধিক ২৫ হাজার জরিমানা বা ৬মাসের কারাদন্ড এবং উভয় দন্ড হতে পারে। তাই সকলের উচিৎ সতেচন ও সড়ক আইন মেনে রাস্তায় চলাচল করা।এবং বিশেষ করে লাইসেন্স বিহীন গাড়ি রাস্তায় চললে কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা চাই আজ থেকে আর কেউ সড়ক দূর্ঘটনায় প্রাণ না দিক।নতুন সড়ক পরিবহন আইন বাস্তবায়নে এবং সবাইকে সচেতন করতে আমরা পুলিশ বাহিনী জেলায় মাইকিং,লিফলেট বিতরণসহ বিভিন্ন কর্মসূচি অব্যাহত থাকবে।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.