২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

চাঁপাইনবাবগঞ্জে সড়ক পরিবহন ২০১৮ আইন উপলক্ষে পরিবহন মালিক ও চালকদের সাথে এস,পির মতবিনিময়

admin
প্রকাশিত নভেম্বর ৫, ২০১৯
চাঁপাইনবাবগঞ্জে সড়ক পরিবহন ২০১৮ আইন উপলক্ষে পরিবহন মালিক ও চালকদের সাথে এস,পির মতবিনিময়

Sharing is caring!

 

চাঁপাইনবাবগঞ্জে সড়ক পরিবহন আইন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদোন্নতি প্রাপ্ত) টিএম মোজাহিদুল ইসলাম বিপিএম পিপিএম পরিবহন মালিক ও চালকদের সাথে মতবিনিময় করেছেন।

৫ নভেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় জেলা ট্রাফিক বিভাগের আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ কেন্দ্রীয় বাস স্ট্যান্ডে মতবিনিময় সভা অনুষ্ঠিত। চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি এ কে এম লুৎফর রহমান ফিরোজ এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদোন্নতি প্রাপ্ত) টিএম মোজাহিদুল ইসলাম বিপিএম পিপিএম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইকবাল হোছাইন,অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ফজল-ই খুদা।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন পৌরসভার প্যানেল মেয়র-২ ও ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ নুরুল ইসলাম মিনহাজ, চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ইয়াহিয়া বিশ্বাস,জেলা ট্রাক ট্যাংকলরী কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সাইদুর রহমান। মতবিনিময় সভায় পুলিশ সুপার সড়ক পরিবহন আইন মেনে চলতে পরিবহন মালিক, চালকদের সহোযোগীতা কামনা করেন।